নীলফামারীতে অগ্নিকান্ডে ১৪ পরিবারের সর্বস্ব পুড়ে ছাই

ইনজামাম-উল-হক নির্ণয়, নীলফামারী ॥
জেলা সদরের ই্টাখোলা ইউনিয়নের দোলাপাড়া গ্রামে  এক অগ্নিকান্ডে ১৪টি পরিবারের ৩৩ টি ঘর, ঘরে রক্ষিত আসবাবপত্র ও মালামাল সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে।
আজ সোমবার দুপুর দুইটার দিকে ওই গ্রামের মানিক চন্দ্র রায়ের রান্না ঘর থেকে আগুনের সুত্রপাত হয়ে দ্রুত চারদিকে ছড়িয়ে পড়ে।
পরে নীলফামারী দমকল বাহিনীর একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনেন। এতে টাকার অংকের ক্ষতির পরিমান প্রায় ২৫ লাখ টাকা ধারনা করা হচ্ছে।
নীলফামারী দমকল বাহিনীর টিম লিডার ফরহাদ হোসেন বলেন, ওই গ্রামের মানিক চন্দ্র রায়ের রান্নাঘরের চুলার আগুন থেকে আগুনের সুত্রপাত হয়ে ১৪টি পরিবারের ৩৩টি ঘর পুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আসে।
ইটাখোলা ইউনিয়নের ইউপি চেয়ারম্যান হাফিজুর রশীদ বলেন, ক্ষতিগ্রস্থদের তালিকা করা হচ্ছে এবং ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে পরিবারগুলোর খাদ্য সরবরাহ করা হয়েছে। পাশাপাশি ক্ষতিগ্রস্থদের তালিকা করে সহায়তা প্রদান করা হবে। #

পুরোনো সংবাদ

নীলফামারী 1535259634082835712

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item