এমপি লিটন হত্যায় সাবেক এমপি কাদের খাঁন ফের ৫ দিনের রিমান্ডে

নুরুল আলম ডাকুয়া, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি:

 গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের সরকার দলীয় এমপি মঞ্জুরুল ইসলাম লিটন হত্যায় গ্রেফতারকৃত একই  আসনের সাবেক মহাজোট সরকারের এমপি কর্ণেল (অবঃ) ডাক্তার আব্দুল কাদের খাঁনের তৃতীয় দফায় ফের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
বিভিন্ন সূত্রে জানা যায়, বুধবার দুপুরে গাইবান্ধার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মইনুল হাসান ইউসুব রিমান্ড মঞ্জুর করেন। এর আগে গত ২১ ফেব্রুয়ারী এমপি লিটন হত্যায় বগুড়ার রহমানগড় এলাকায় গরীবশাহ্ ক্লিনিক সংযুক্ত বাসভবন থেকে গ্রেফতারের পর সাবেক এমপি কর্ণেল (অবঃ) ডাক্তার আব্দুল কাদের খাঁনকে ইতোপূর্বে ২ দফায় বিজ্ঞ আদালতের দেয়া  রিমান্ডের প্রেক্ষিতে জিজ্ঞাসাবাদে চাঞ্চল্যকর এ হত্যাকান্ডের মূল মোটীভ উদঘাটনসহ বেশকিছু আলামত উদ্ধার ও গ্রেফতার অব্যাহত রয়েছে। এ পর্যন্ত এ ঘটনায় জড়িত ৩০ জনকে গ্রেফতার করেছে পুলিশ। অন্যান্যদের গ্রেফতার অভিযান অব্যাহত রয়েছে। এব্যাপারে সুন্দরগঞ্জ থানার অফিসার ইনচার্জ-মুহাম্মদ আতিয়ার রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, অস্ত্র মামলায় আরো জিজ্ঞাসাবাদের জন্য তৃতীয় দফায় ৭ দিনের রিমান্ড চেয়ে আবেদন করা হলে আদালতের বিজ্ঞ বিচারক ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
উল্লেখ্য, গত বছরের শেষ দিন (৩১ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার সর্বানন্দ ইউনিয়নের উত্তর সাহাবাজ মাষ্টার পাড়াস্থ নিজ বাসভবনে দুর্বৃত্তদের ছোঁড়া গুলিতে গুলিবিদ্ধ হয়ে সন্ধ্যা সাড়ে ৭ টায় চিকিৎসাধীন অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান সরকার দলীয় এমপি লিটন। এব্যাপারে নিহতের বোন ফাহমিদা কাকলী বুলবুল অজ্ঞাতনামা ৪ থেকে ৫ জনকে আসামী করে থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন বলে জানা গেছে।

পুরোনো সংবাদ

আইন-অপরাধ 1412268868899028787

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item