লালমনিরহাটে বিজিবি-বিএসএফ কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক

নিজস্ব প্রতিনিধিঃলালমনিরহাটের মোগলহাট সীমান্তের ৯২৭ মেইন পিলারের ৬ নম্বর সাব পিলারের বাংলাদেশ অভ্যন্তরে বিজিবি-বিএসএফ এর  ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ের পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মোগলহাট এলাকায় ধরলা নদীর বাংলাদেশ পার্শ্বে চলমান নদীতীর সংরক্ষন কাজে বিএসএফ বাঁধা প্রদান করায় সোমবার বেলা সাড়ে ১২টায় ঘন্টাব্যাপি এ বৈঠক অনুষ্ঠিত হয়।
লালমনিরহাট জেলার মোগলহাট এলাকায় ধরলা নদীর বাংলাদেশ পার্শ্বে চলমান নদীর তীর সংরক্ষণের কাজ সীমান্তের ১৫০ গজের মধ্যে হওয়ায় চলতি মাসের ১৭ তারিখ বিএসএফ বাধা প্রদান করায় কাজ বন্ধ হয়ে যায়। এ ব্যাপারে ১৫ বর্ডার গার্ড ব্যাটালিয়নের পক্ষ থেকে  ভারতীয় ১২৪ ব্যাটালিয়ন বিএসএফ এর নিকট ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে স্পট মিটিং এর আহবান করা হয়। ওই নদীর তীর সংরক্ষণের কাজটি গত ২০ জানুয়ারি ২০১৫ তারিখে ভারতের কলকাতায় অনুষ্ঠিত উভয় দেশের যৌথ নদী কমিশন কর্তৃক অনুমোদন রয়েছে বিধায় কাজটি যথারীতি সময়ে সম্পন্নের জন্য ১৫ বর্ডার গার্ড ব্যাটালিয়ন কমান্ডার কর্তৃক বিএসএফ প্রতিনিধিকে প্রস্তাব করা হয়।
বিএসএফ প্রতিনিধি জানায় যে, বিষয়টি তারা তাদের ঊর্ধ্বতন দপ্তরকে অবহিত করবেন এবং ওই কাজটি সম্পন্নের ব্যাপারে আশ্বস্ত করেন। এছাড়াও ওই পতাকা বৈঠকে সীমান্তে উভয় দেশের নাগরিক কর্তৃক অবৈধ অনুপ্রবেশ, মাদক পাচার, নারী ও শিশু পাচার, চোরাচালান প্রতিরোধ এবং সীমান্ত পিলার মেরামতের ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণে উভয় কমান্ডার একমত পোষণ করেন। বৈঠকে বিজিবির পক্ষে লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মোঃ গোলাম মোর্শেদ সহ ৬ সদস্যের ও ভারতের ১২৪ ব্যাটালিয়ন বিএসএফ এর উপ-অধিনায়ক শ্রী কমল ভাগাত এর নেতৃত্বে  ৫ সদস্যের প্রতিনিধি দল অংশ নেয়। পরিশেষে অত্যন্ত আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে পতাকা বৈঠকটি শেষ হয়।

পুরোনো সংবাদ

লালমনিরহাট 6738260739894900546

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item