চিলমারীতে সেতু তৈরিতে অনিয়মের অভিযোগ

নিজস্ব প্রতিনিধিঃকুড়িগ্রামের চিলামারী উপজেলায় গ্রামীণ রাস্তার উন্নয়নের জন্য দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের অধীনে সেতু তৈরিতে ঠিকাদারের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ উঠেছে। লিখিত অভিযোগ না থাকায় প্রশাসনও নিরব ভূমিকা পালন করছে। স্থানীয়দের দাবী এসব সেতু স্থায়ীত্বে রয়েছে শংকা। উপজেলা প্রশাসন সুত্রে জানা যায়, চিলামারী উপজেলায় ২০১৬-২০১৭ অর্থ বছরের গ্রামীণ রাস্তার উন্নয়নের জন্য দুর্যোগ ব্যবস্থাপনা শাখার অধীনে ৩ কোটি ৬৮ লাখ টাকা ব্যয়ে ১১টি সেতু নির্মাণের জন্য বরাদ্দ দেয়া। আর এসব সেতু কাজ শুরু হয় ফেব্রুয়ারিতে আর শেষ হবে এপ্রিল মাসে। উপজেলার ৫টি ইউনিয়নে ৩৪ ও ৪০ এবং ৬০ফিট দৈর্ঘ্যে এবং ১৪ফিট প্রস্থ সেতু নির্মাণে করা হচ্ছে। নিয়মনীতির তোয়াক্কা না করেই দেদারছে তৈরি হচ্ছে এসব সেতু। দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের নির্দেশেনা মোতাবেক এই সেতুর কাজ শুরু পূর্বে ৪ফিট-৩ফিট মাপের সাইন বোর্ডে কাজের বিবরণী তুলে ধরার কথা থাকলেও তা মানা হয়নি। কাজ চলাকালিন সময় একজন দক্ষ প্রতিনিধিকে বহি সহ উপস্থিত থাকার কথা রয়েছে। কিন্তু নির্মাণাধীন স্থানে কোন প্রতিনিধি এমন কি সংশ্লিষ্ট ঠিকাদারের দেখা মেলে না। সেতু তৈরিতে বালু, ইট, পাথর, রড সব গুলোতেই দেয়া হচ্ছে ফাঁকি। নিয়মানুযায়ী মিকচারে ব্যবহার হবে এক বস্তা সিমেন্ট, দেড় থেকে দু’বালতি বালু, তিন ও চার বালতি পাথর ব্যবহার করা। সরেজমিনে দেখা যায় এক বস্তা সিমেন্ট, স্থানীয় বালু দেয়া হচ্ছে ৫ থেকে ৬ বালতি এবং আর পাথর দেয়া হচ্ছে ২ থেকে ৩ বালতি। রডে ৬০ গ্রেড ব্যবহার না করে নি¤œ মানের গ্রেডের রড ব্যবহার করা হচ্ছে।উপজেলার রাণীগঞ্জ ইউপিতে চিকাটারী গ্রামে ৫৪লাখ ৪হাজার ৬০৫টাকা ব্যয়ে সেতুর কাজ পায় মেসার্স ফারিয়া কন্সট্রাকশন, রমনা ইউপিতে উত্তর পাড়ায় ২৬লাখ ৫৪হাজার ৫৪৩ টাকা ব্যয়ে বালবুল কন্সট্রাকশন, পাত্রখাতা ব্যাপারি পাড়ায় ৩০লাখ ৯০হাজার ২০টাকা ব্যয়ে মেসার্স বসুন্ধরা ও সোহরাব আর্মি বাড়ির পাশে ৩০লাখ ৯০হাজার ২০টাকা ব্যয়ে ঠিকাদার মনিরুজ্জামান মনি, চিলমারী সদর ইউপিতে বিশাল আশ্রয় কেন্দ্রের ক্যানেলে ৩০লাখ ৯০হাজার ২০ টাকা ব্যয় ঠিকাদার নবীদুল ইসলাম, কড়াই বরিশালের আমতলা ৩০লাখ ৯০হাজার ২০টাকা ব্যয়ে মেসার্স আদিত্য ট্রেডার্স, থানাহাট ইউপিতে মাটিকাটা মোড় থেকে ২৬লাখ ৫৪হাজার ৫৪৪ টাকা ব্যয়ে মেসার্স রোকসানা এন্টারপ্রাইজ,পুটিমারীর হেমন্ত বাড়ির পাশের্^ ৩০লাখ ৯০হাজার ২০টাকা ব্যয়ে মেসার্স ওহী এন্টারপ্রাইজ, রাজার ঘাটে দৌলা মাস্টারের বাড়ির পাশের্^ ৩০লাখ ৯০হাজার ২০টাকা ব্যয়ে ঠিকাদার ফিরোজ মিয়া, নয়ারহাট ইউপিতে উত্তর ফেচকা আজিজার বাড়ি সংলগ্ন ৩০লাখ ৯০হাজার ২০টাকা ব্যয়ে ঠিকাদার নুরুল আলম রঞ্জু, বড়লাক স্কুলের পাশের্^ ৩০লাখ ৯০হাজার ২০টাকা ব্যয়ে মেসার্স জোদ্দার কন্সট্রাকশন এই সেতু নির্মাণ করছে।নাম প্রকাশে অনিচ্ছুক শ্রমিকরা জানান, সেতু নিমার্ণে মিকচার মেশিন ও ভাইব্রেটার ব্যবহার করা হয় নাই। আমরাই হাতে মিকচার করে ঢালাই দিয়েছি। ঠিকাদারদের নির্দেশনা মতোই সেতু তৈরি করছি। শিডিউল কি দেয়া আছে তা আমাদের জানা নেই, ঠিকাদার যেভাবে কাজ করতে বলেছে তেমন ভাবে কাজ করা হচ্ছে।পাত্রখাতার বাসিন্দা জব্বার মিয়া, রমজান আলী বলেন, বাহে হামরা তো এগুলা কাজের কিছু বুঝিনা তাই ভাল কাজ হচ্ছে কিনা তা কবার পাইনা। তবে মিস্ত্রিরা হাতে মিকচার করে ঢালাই দিছে। একই এরাকার রিয়াজুল ইসলাম জানান, সেতু তৈরি আগে সাইন বোর্ড দেবার কথা থাকলেও তা দেয়া হয়নি। সাইনবোর্ডে কথা জিজ্ঞেস করলে মিস্ত্রিরা জানান ঠিকাদার জানে। আমরা কাজ করতে আসছি। স্থানীয় অনেকে অভিযোগ করে বলেন সেতুর গুণগত মানের কাজ করা হচ্ছে না নিন্মমানের রড দেয়ায় এর স্থায়ীত্ব কতদিন হবে তা নিয়ে সংশয় প্রকাশ করেন। নয়ারহাট ইউনিয়নের চেয়ারম্যান আবু হানিফা জানান, সেতু নির্মাণ কাজ দেখতে গিয়েছিলাম। শতভাগ কাজ নিয়ে তিনিও সংশয় প্রকাশ করেন। এ বিষয়ে রাণীগঞ্জ ইউপি চেয়ারম্যান মঞ্জুরুল ইসলাম মঞ্জু জানান, সেতুর কাজ ভালই হচ্ছে। ভুলত্রুটি ধরার মতো জ্ঞান নেই তেমন করে বলতে পারছিনা ত্রুটিপূর্ণ কাজ হচ্ছে কিনা। উপজেলা নির্বাহী কর্মকর্তা মির্জা মুরাদ হাসান বেগ বলেন, লিখিত কোন অভিযোগ না আসায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ব্যবস্থা নেয়া হয়নি। সেতু তৈরিতে গুণগত মান নিশ্চিত করতে ব্যবস্থা নেবার আশ^াস দেন তিনি।  

পুরোনো সংবাদ

নিবিড়-অবলোকন 3166395457495983325

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item