জলঢাকায় যুবলীগের সম্মেলন স্থগিত

মর্তুজা ইসলাম,জলঢাকা প্রতিনিধিঃ নীলফামারীর জলঢাকায় যুবলীগের সম্মেলন স্থগিত করেছে কেন্দ্রীয় কমিটি। রবিবার রাতে যুবলীগ কেন্দ্রীয় কমিটির নির্দেশে উপজেলা যুবলীগের সম্মেলন কে ঘিরে সকল কার্যক্রম বন্ধ করে দেয় উপজেলা যুবলীগের আহবায়ক ও প্রস্তুত  কমিটি। সোমবার দুপুরে যুবলীগের সাংগঠনিক সম্পাদক ও রংপুর বিভাগের দায়িত্ব প্রাপ্ত নেতা ইমরান হোসেন খানের সাথে মুঠোফোনে এ প্রতিবেদকের সাথে কথা হলে তিনি জানান কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী জলঢাকা উপজেলা যুবলীগের  সম্মেলন স্হগিত করা হয়েছে। জানা যায় যুবলীগের কেন্দ্রীয় কমিটির ঘোষনা অনুযায়ী নীলফামারী জেলার যুবলীগের বর্ধিত সভার মধ্য দিয়ে ৩০ মার্চ জলঢাকা উপজেলা যুবলীগের সম্মেলনের তারিখ ঘোষনা করে। এ অনুযায়ী সম্মেলনের সকল প্রস্তুতি সম্পন্ন করে নেতৃবৃন্দ। হঠাৎ করে সম্মেলন স্হগিতের ঘোষনায় নেতাকর্মীদদের মাঝে চরম ক্ষোভ ও হতাশার সৃষ্টি হয় । এ বিষয়ে জলঢাকা উপজেলা যুবলীগ আহবায়ক সারোয়ার হোসেন সাদের বলেন, কেন্দ্রীয় ও জেলা নেতৃবৃন্দের মৌখিক নির্দেশে ৩০ মার্চে অনুষ্ঠিত সম্মেলন স্হগিত করেছি। তিনি আরো বলেন সম্মেলন কে ঘিরে একটি মহল ষঢ়যন্ত্রে লিপ্ত হয় এবং স্বাধীনতা দিবসের দিন দুপুরবেলা আওয়ামীলীগের শোভাযাত্রা থেকে আমার যুবলীগের শৌলমারী ইউনিয়নের সদস্য ও কাউন্সিলর শামীম কে মারধর করে। এঘটনার বিষয়টি আমি কেন্দ্রীয় নেতাদের অবগত করলে তারা ক্ষিপ্ত হয়ে সম্মেলন বন্ধের নির্দেশ প্রদান করেন।
এ বিষয়ে জেলা যুবলীগের সাধারন সম্পাদক সাহিদ মাহমুদের সাথে কথা হলে তিনি বলেন, জলঢাকা যুবলীগের সম্মেলন কে কেন্দ্র করে বিবদমান দুই গ্রুপের মাঝে উত্তেজনা তৈরী হলে সম্মেলন প্রস্তুত কমিটির সভাপতি ও উপজেলা যুবলীগের আহবায়ক সারোয়ার হোসেন সাদের কেন্দ্রীয় কমিটিকে বিষয়টি অবগত করে। সেই সুত্র মোতাবেক কেন্দ্রীয় কমিটি সম্মেলন বন্ধের নির্দেশ প্রদান করেন।

পুরোনো সংবাদ

সমাজ-সংগঠন 86542917088116984

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item