জলঢাকায় চলচ্চিত্র নির্মাতা ও নাট্যকার হাবিবুল ইসলাম হাবিব কে সংবর্ধনা।

মর্তুজা ইসলাম,জলঢাকা প্রতিনিধিঃ নীলফামারীর জলঢাকায় সোমবার বিকেলে বাংলাদেশের বিশিষ্ট চলচ্চিত্র পরিচালক, নাট্যকার ও নতুন ভাবনার সিনেমা রাত্রিযাত্রীর নির্মাতা হাবিবুল ইসলাম হাবীব কে সংবর্ধনা দিয়েছে সাংস্কৃতিক শিক্ষা কেন্দ্র "ভরা নদীর বাকে।" বিএমআই কলেজ হলরুমে অনুষ্ঠিত এই সংবর্ধনায় উপস্হিত ছিলেন জলঢাকা থানা অফিসার ইনচার্জ মোস্তাফিজার রহমান, চাঁদমনির প্রতিষ্ঠাতা পরিচালক আলহাজ্ব পিজিরুল আলম দুলাল, জলঢাকা শিল্পককলা একাডেমির সংগিত পরিচালক দুলাল ঠাকুর, উপজেলা জাসদের সাধারন সম্পাদক হাসিবুল ইসলাম মিতু, উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমাণ্ড কাউন্সিলের আহবায়ক আসাদুজ্জামান স্টালিন ও জাতীয় পার্টির নেতা মনিরুজ্জামান লেবু ও ভরা নদীর বাকের পরিচালক রুবেল হক প্রমুখ। সংবর্ধনা অনুষ্ঠানে ভরা নদীর বাকে এর প্রতিষ্ঠাতা আব্দুর রহমানের সভাপতিত্বে আগত অতিথিরা বক্তব্য দেন। এর আগে এই গুনি পরিচালককে ফুল দিয়ে শুভেচ্ছা জানান সংগিত একাডরমির শিক্ষার্থীরা। এসময় হাবিবুল ইসলাম হাবীব তার বক্তব্য বলেন দেশের আনাচে কানাচে অনেক প্রতিভাবান শিল্পী আছে এদের ভালোভাবে পৃষ্ঠপোষকতা করলে একদিন এরাই দেশের সুনাম বয়ে আনবে। সংবর্ধনা শেষে ভরা নদীর বাকের শিল্পীদের পরিবেশনায় মুগ্ধ হন তিনি। অনুষ্ঠানে গান পরিবেশন করেন, বেতার শিল্পী চায়না রানী ও লিপি। নাচ পরিবেশন করেন শিশু শিল্পী স্বীকৃতি। অনুষ্ঠানটি পরিচালনা করেন সাংবাদিক মর্তুজা ইসলাম মাষ্টার। এদিকে সংবর্ধনা অনুষ্ঠানে হাবিবুল ইসলাম হাবীবের ছোটভাই লেখক হুমায়ুন কবির হিমুর দ্বিতীয় উপন্যাস " ভালোবাসায় বজ্রপাত " আগত অতিথির হাতে তুলে দেন হাসিবুল ইসলাম মিতু।

পুরোনো সংবাদ

শিল্প-সাহিত্য-সংস্কৃতি 58342952464028470

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item