জলঢাকায় বঙ্গবন্ধুর ম্যূরাল নির্মানের জন্য জায়গা নির্ধারণ

মর্তুজা ইসলাম, জলঢাকা, নীলফামারী প্রতিনিধিঃ

নীলফামারীর জলঢাকায় জাতির জনক বঙ্গবন্ধুর ম্যূরাল নির্মানের জন্য জায়গা নির্ধারণ করেছে উপজেলা প্রশাসন। এ লক্ষ্যে গত সোম ও মঙ্গলবার পূর্ব ঘোষনা অনুযায়ী পৌরশহরের ট্রাফিক মোড়ে বসবাসরত ১০ টি দোকানঘর সরিয়ে ফেলা হয়। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহঃ রাশেদুল হক প্রধান ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীদের সুবিধাজনক সময়ে পর্যায়ক্রমে পুর্ণবাসন করবেন বলে আশ্বাস্ত করেন। উপজেলা অফিস সুত্রে জানা যায়, গত অর্থ বছরে উপজেলাটিতে বঙ্গবন্ধুর ম্যূরাল নির্মানের জন্য জেলা পরিষদ হতে ৩০ লক্ষ টাকা বরাদ্দ দেওয়া হয়। নির্বাহী কর্মকর্তা রাশেদুল হক প্রধানের সাথে কথা হলে তিনি জানান, জাতিরজনক বঙ্গবন্ধুর ম্যূরালটি জেলা পরিষদ বাস্তাবায়ন করবে। তিনি আরও জানান, স্থানীয় সংসদ সদস্য অধ্যাপক গোলাম মোস্তফার সহযোগীতায় খুব দ্রুত সময় এর কাজ শেষ হবে। এদিকে স্থানীয় সংসদ সদস্য অধ্যাপক গোলাম মোস্তফা বলেন, জাতিরজনক বঙ্গবন্ধুর আধুনিকমানের ম্যূরালটির কাজ সম্পন্ন হলে জলঢাকার স্বাধীনতা প্রেমি  মানুষ শ্রদ্ধা নিবেদনের জন্য একটি অনাবর্ত জায়গা পাবে।

পুরোনো সংবাদ

নীলফামারী 239201196832842351

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item