ফুলবাড়ীতে আন্তর্জাতিক বর্ণ বৈষম্য বিলোপ দিবস পালিত ॥

মোঃ মেহেদি হাসান উজ্জল ফুলবাড়ী দিনাজপুর প্রতিনিধি।

দিনাজপুরের ফুলবাড়ীতে আন্তর্জাতিক বর্ণ বৈষম্য বিলোপ দিবস পালনে বর্ণঢ্য র‌্যলি ও পথ সভা আনুষ্টিত হয়। মঙ্গলবার সকাল ১১টায় দিনাজপুরে ফুলবাড়ী পৌরসভা চত্তর থেকে আন্তর্জাতিক বর্ণ বৈষম্য বিলোপ দিবস পালনে এক বর্ণঢ্য র‌্যালি বের হয়। র‌্যালি শেষে আন্তর্জাতিক বর্ণ বৈষম্য বিলোপ দিবসের পথসভায়  প্রধান আতিথি হিসাবে বক্তব্য রাখেন ফুলবাড়ী পৌরসভার মেয়র মোঃ মর্তুজা সরকার মানিক। অন্যানদের মধে উপস্থিত ছিলেন গ্রাম বিকাশের উপজেলা ম্যানেজার  শাহ মোঃ সাদিয়ার রহমান, সি ডি এফ এর মোঃ তাজিছুর রহমান (সুমন) মোঃসানজয় আলী, মোঃ মিজানুর রহমান, গোলরিয়া মূর্মু, মোছাঃ শাহনাজ পারভীন। এছাড়া উপস্থিত ছিলেন ফুলবাড়ী থানা প্রেস ক্লাবের সভাপতি মোঃ আফজাল হোসেন, সাধারন সম্পাদক মোঃ মেহেদি হাসান উজ্জল, থানা প্রেস ক্লাবের দপ্তর সম্পাদক সাংবাদিক মোঃ আশরাফুল আলম। অনুষ্ঠানটির আয়োজনে ছিলেন দলিত ও আদিবাসী সমাজ, সহয়োগিতায় ছিলেন গ্রাম বিকাশ কেন্দ্র আলো প্রকল্প। অর্থায়ন হেকস্ ইপার সুইজারল্যন্ড। এতে আংশনেয় পৌরসভার সুজাপুর দলিত কমিউনিটির জনগোষ্ঠি, এলুয়াড়ী, শিবনগর, আলাদীপুর ইউপির দলিত ও আদিবাসি জনগোষ্ঠির দুই শতাধিক পুরূষ ও মহিলা।

পুরোনো সংবাদ

দিনাজপুর 6067981986235091949

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item