জলঢাকায় দুর্নীতি প্রতিরোধ সপ্তাহ উপলক্ষে মানববন্ধন
https://www.obolokon24.com/2017/03/jaldhaka_28.html
মর্তুজা ইসলাম,জলঢাকা প্রতিনিধিঃ সবাই মিলে লড়ব, দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ব এই শ্লোগান কে সামনে রেখে নীলফামারীর জলঢাকায় মঙ্গলবার সকালে দুর্নীতি প্রতিরোধ সপ্তাহ উপলক্ষে মানববন্ধন করেছে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি। মহান স্বাধীনতা দিবস উপলক্ষে উপজলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে জিরোপয়েন্ট মোড়ের ঘন্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মিরাতুর রহমান মিরু চৌধুরী, সাধারন সম্পাদক সাবেক শিক্ষক আলহাজ্ব জমশেদ আলী, পৌর আঃলীগের সভাপতি আশরাফ হোসেন, বীর মুক্তিযোদ্ধা প্রমোদ চন্দ্র রায়, প্রভাষক সাখাওয়াত হোসেন, মোসফেকুর রহমান মনু, দুলাল হোসেন ও লাবনী বেগম প্রমুখ। ২৬ মার্চ থেকে ১ এপ্রিল পর্যন্ত দেশব্যাপী দুর্নীতি প্রতিরোধ সপ্তাহ পালন করছে বিভিন্ন সংগঠন।