জলঢাকায় আইপিএম কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত

মর্তুজা ইসলাম,জলঢাকা প্রতিনিধিঃ

নীলফামারীর জলঢাকায় বুধবার উপজেলা কৃষি অফিস, জলঢাকার আয়োজনে আইপিএম কৌশলের মাধ্যমে নিরাপদ ফসল উৎপাদন প্রকল্পের আওতায় জলঢাকা পৌরসভার চেরঙ্গোয় কৃষক মাঠ স্কুলের মাঠ দিবস অনুষ্ঠিত হয়। জলঢাকা পৌরসভার কাউন্সিলর রহমত আলীর সভাপতিত্বে মাঠ দিবসে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রিভা আক্তার।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ শাহ মুহাম্মদ মাহফুজুল হক। আমন্ত্রিত অতিথি ছিলেন কাউন্সিলর শাহাব উদ্দিন ও সমাজ সেবক মনোয়ার হোসেন। স্কুলের ২৫ জন প্রশিক্ষণার্থীসহ বিপুল সংখ্যক কৃষকের উপস্থিতিতে প্রথমে প্রশিক্ষণপ্রাপ্ত কৃষক কর্তৃক নির্মিত কৃষি প্রযুক্তি সম্বলিত ৬টি সুসজ্জিত বুথ পরিদর্শন করা হয়। প্রধান অতিথি আধুনিক ও সময়োপযোগী কৃষি প্রযুক্তিসমূহ কৃষকদের গ্রহনের ব্যাপারে প্রদান করেন । সভাপতি তার বক্তব্যে কৃষকদের সংগঠিত হওয়ার গুরুত্ব তুলে ধরে কৃষক ক্লাব তৈরি করে কৃষকদের সামাজিক উন্নয়নে এগিয়ে আসার আহবান জানান । উপজেলা কৃষি অফিসার তার বক্তব্যে বিষমুক্ত সব্জি আবাদের কলাকৌশলসহ আইপিএম পদ্ধতিতে চাষাবাদের পদ্ধতিসমূহ আলোচনা করেন। মাঠ দিবসে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং উপজেলা কৃষি অফিসের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

পুরোনো সংবাদ

নীলফামারী 4584930649351390473

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item