ডোমারে ৭ জুয়ারী আটক!! ভ্রাম্যমান আদালতে ৩দিনের কারাদন্ড।
https://www.obolokon24.com/2017/03/domar_79.html
আনিছুর রহমান মানিক, ডোমার, (নীলফামারী) প্রতিনিধি>>
নীলফামারীর ডোমারে ৭ জুয়ারীকে আটক করেছে থানা পুলিশ। ২১মার্চ মঙ্গলবার বিকাল ৩টায় ডোমার থানার অফিসার ইনচার্জ মোকছেদ আলীর নের্তৃত্বে এসআই নজরুল ইসলাম, হায়দার আলী, আরমান আলী, অভিযান চালিয়ে ডোমার কাচাঁ বাজার বহুমূখী সমবায় সমিতি অফিস থেকে জুয়া খেলা অবস্থায় হাতেনাতে তাদের আটক করে। আটক কৃর্তরা হলেন, ডোমার কলেজ পাড়া ১নং ওয়ার্ডের মৃত যোতিশ চন্দ্র সেনের ছেলে রিপন চন্দ্র সেন(৪২) একই এলাকার মৃত করিম ফকিরের ছেলে আবু কালাম(৪৫), জামাল উদ্দিনের ছেলে বেলাল হোসেন(২৮), পশ্চিম চিকনমাটি পানাতী পাড়ার সিরাজুল ইসলামের ছেলে জসিয়ার রহমান(২১), পশ্চিম চিকনমাটি দোলা পাড়ার আব্দুল গোফ্ফারের আল-আমিন(২৩), পশ্চিম চিকনমাটি পল্টনপাড়ার দুলাল হোসেনের ছেলে আক্তার হেসেন(৩০), এবং পশ্চিম চিকনমাটি নামাজি পাড়ার মৃত মোসলেম উদ্দিনের ছেলে আবুল কালাম (৩২)। ওইদিন বিকালে তাদের উপজেলা সহকারী কমিশনার(ভুমি) ও এক্্িরকিউটিভ ম্যাজিস্ট্রেট মোছাঃ ফুয়ার খাতুনের কাছে হাজির করলে। তিনি ভ্রাম্যমান আদালত বসিয়ে ১৮৬৭ সালের জুয়া আইনে ৪ ধারায় মোতাবেক প্রত্যেককে ৩দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। সন্ধ্যায় তাদের জেলা কারাগারে পাঠানো হয়। অফিসার ইনচার্জ মোকছেদ আলী জানায়,মাদক ও জুয়ার ব্যপারে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।
নীলফামারীর ডোমারে ৭ জুয়ারীকে আটক করেছে থানা পুলিশ। ২১মার্চ মঙ্গলবার বিকাল ৩টায় ডোমার থানার অফিসার ইনচার্জ মোকছেদ আলীর নের্তৃত্বে এসআই নজরুল ইসলাম, হায়দার আলী, আরমান আলী, অভিযান চালিয়ে ডোমার কাচাঁ বাজার বহুমূখী সমবায় সমিতি অফিস থেকে জুয়া খেলা অবস্থায় হাতেনাতে তাদের আটক করে। আটক কৃর্তরা হলেন, ডোমার কলেজ পাড়া ১নং ওয়ার্ডের মৃত যোতিশ চন্দ্র সেনের ছেলে রিপন চন্দ্র সেন(৪২) একই এলাকার মৃত করিম ফকিরের ছেলে আবু কালাম(৪৫), জামাল উদ্দিনের ছেলে বেলাল হোসেন(২৮), পশ্চিম চিকনমাটি পানাতী পাড়ার সিরাজুল ইসলামের ছেলে জসিয়ার রহমান(২১), পশ্চিম চিকনমাটি দোলা পাড়ার আব্দুল গোফ্ফারের আল-আমিন(২৩), পশ্চিম চিকনমাটি পল্টনপাড়ার দুলাল হোসেনের ছেলে আক্তার হেসেন(৩০), এবং পশ্চিম চিকনমাটি নামাজি পাড়ার মৃত মোসলেম উদ্দিনের ছেলে আবুল কালাম (৩২)। ওইদিন বিকালে তাদের উপজেলা সহকারী কমিশনার(ভুমি) ও এক্্িরকিউটিভ ম্যাজিস্ট্রেট মোছাঃ ফুয়ার খাতুনের কাছে হাজির করলে। তিনি ভ্রাম্যমান আদালত বসিয়ে ১৮৬৭ সালের জুয়া আইনে ৪ ধারায় মোতাবেক প্রত্যেককে ৩দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। সন্ধ্যায় তাদের জেলা কারাগারে পাঠানো হয়। অফিসার ইনচার্জ মোকছেদ আলী জানায়,মাদক ও জুয়ার ব্যপারে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।