ডোমারের গোমনাতীতে মটর সাইকেল চুরি চক্রের ২ চোর আটক

আনিছুর রহমান মানিক, জাহিদুল আলম প্রধান রফিক-
নীলফামারী জেলার ডোমারের গোমনাতীতে মটর সাইকেল চুরি করতে গিয়ে দুই চোরকে আটক করেছে এলাকা বাসী।সোমবার(১৩ ই মার্চ )রাত নয় টায় এলাকাবাসী তাদের আটক করে গোমনাতী ইউনিয়ন পরিষদে দেয়।আটককৃতরা হলেন ভোলা জেলার করফেসত থানার দক্ষিন সুলিশ উওর গ্রামের মৃত রাজা মিয়ার ছেলে জুলহাস(২৭) এবং দক্ষিন গোমনাতী বাজার পাড়ার দেলোয়ার রহমানের ছেলে রবিউল ইসলাম(২৪)। গাড়ীর মালিক স্থানীয় দুলাল হোসেনের পুত্র গোলাপ হোসেন(৩০) জানান,বাজারের কিবরিয়া চৌধুরীর চাতালে প্রতিদিনের ন্যায় তার ডাউন ১০০ সিসির মোটর সাইকেলটি রাখেন।কিছুক্ষন পর গাড়ীটি নিতে এসে দেখেন গাড়ীর তালার তার ছিড়ানো এবং গাড়ীর কাছাকাছি উক্ত দুই জনকে দেখতে পান।

তাৎক্ষনিকভাবে  তারা দুজন দৌড়ে পালাতে গেলে এলাকাবাসী  তাদের আটক করে গোমনাতী ইউনিয়ন পরিষদে নিয়ে আসে।ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল হামিদ থানায় খবর দেন। পরে ডোমার থানার এস আই নজরুল ইসলাম ও সঙ্গীয় ফোর্স তাদের থানায় নিয়ে যান। প্রাথমিক জিজ্ঞাসাবাদে দুই জনই চুরির বিষয়টি স্বীকার করেন বলে তিনি জানান।এবিষয়ে ডোমার থানার মামলা নং-১৬, তারিখ-১৪/০৩/১৭ দায়ের করে। মঙ্গলবার আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়। ডোমার থানার অফিসার ইনচার্জ মোঃ মোকছেদ আলী জানায়, তারা চুরি, ডাকাতি ও ছিনতাই চক্রের সাথে জড়িত। তাদের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় একাধীক মামলা রয়েছে

পুরোনো সংবাদ

নীলফামারী 6873111176993700814

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item