পঞ্চগড়ে বরফ কল নামক আইসক্রিম কারখানা গুলোতে অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিম তৈরীর মহা উৎসব

সাইদুজ্জামান রেজা,মোঃ তোফাজ্জল হোসেন তোতাঃ
পঞ্চগড়ে গরম আসতে না আসতেই বিভিন্ন বরফ কল গুলোতে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে চলছে আইসক্রিম তৈরীর মহোৎসব। সরেজমিনে গিয়ে দেখা গেছে নোংরা ও ময়লা পানিতে হাইডোজ বারলি, আলু, সেকারিং ময়লা পানিতে হাত ডুবিয়ে রং মিশিয়ে বরফ কলের ফরমায় ঢেলে কারখানার লেবার কর্মীরা নোংরা অবস্থায় তৈরী করছে আইসক্রিম। আর এসব খেয়ে অসুস্থ হচ্ছে ছোট ছোট বাচ্চারা। যেমন সর্দি, কাশি, জ¦র, আমাশয় এইসব বিশাক্ত রং মেশানো অসাদু ব্যবসায়িরা সরকারি ট্যাক্স, ভ্যাট ফাঁকি দিয়ে মানুষকে বিপদে ও অসুস্থ করে লুটে নিচ্ছে মোটা অংকের লাভ। সুধু তাই নয় বিশাক্ত রং মিশিয়ে পানি ও সেকারিং দিয়ে তৈরী হচ্ছে পানি ও পাইপ। এসব পানির পাইব বাজারের দোকানগুলোতে পাওয়া যায়। জালাসীর বরফ কলের মানিক মোঃ জাহাঙ্গীরকে এ বিষয়ে জিঙ্গাসা করলে সে জানায় আমরা কর্তৃপক্ষ সবাইকে মেনেজ করেই এই ব্যবসা করছি। সুধু আমি নয় পঞ্চগড়ে যতগুলো বরফ কল মালিক আছে সবাই। এখন তাহলে বোঝা যায় যে, আমাদের দেশে সরিষাতে ভুত। আমরা যতই মানব বন্ধন আর মিটিংয়ে বক্তৃতা দেই না কেন কোন লাভ নেই। এ সব হচ্ছে মানুষ দেখানো একটি ছুতা। আসলে এদেশে কেউ কারো ভালো চায় না। চায় সুধু যার যার মত স্বার্থ পুরণ। তা না হলে একজন সামান্য বরফ কলের মালিক কিভাবে বলে আমি কর্তৃপক্ষ সবাইকে মেনেজ করেই আমি আমার ব্যবসা করছি। এটা কি ভাববার বিষয় নয়?

পুরোনো সংবাদ

পঞ্চগড় 6749365778735109474

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item