চিরিরবন্দরের নওখৈর বালিকা উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা অনুষ্ঠান অনুষ্ঠিত

তোফাজ্জল হোসেন লুতু-

দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার নওখৈর বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী, কৃতি শিক্ষার্থীদের সম্মাননা প্রদান, অভিভাবক সমাবেশ ও  মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (২১ মার্চ)  বিদ্যালয় চত্বরে ওই বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত বাংলাদেশ শিক্ষক সমিতি দিনাজপুর জেলা শাখার সভাপতি ও চিরিরবন্দর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আহসানুল হক মুকুল।
বিশেষ অতিথি ছিলেন চিরিরবন্দর উপজেলার ৪ নম্বর ইশবপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. আবু হায়দার লিটন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি ও বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের (বিএডিসি) কৃষি ভবন,ঢাকার প্রাক্তন অতিরিক্ত মহাব্যবস্থাপক মো. আব্দুল রউফ চৌধুরী।
 অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্য দেন নওখৈর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সফিকুর রহমান।
এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সহকারি শিক্ষক সুলোচন পাল,অভিভাবক মো. হাবিবুর রহমান হাবলু, স্থানীয় জনপ্রতিনিধি মো. মাইজার রহমান, আওয়ামী লীগ ইশবপুর ইউপির সাধারণ সম্পাদক মো. আকবর আলী প্রমূখ।
পরে প্রধান অতিথি বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ী, গত জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষায় জিপিএ - ৫ প্রাপ্ত ১০ জন এবং গত বার্ষিক পরীক্ষায় বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণী থেকে ১০ শ্রেণী পর্যন্ত প্রত্যেক শ্রেণীতে ১ম, ২য় ও ৩য় স্থানপ্রাপ্ত  মেধাবী শিক্ষার্থীদের হাতে পুরস্কার ও ক্রেস্ট তুলে দেন।
শেষে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। এতে বিদ্যালয়ের ছাত্রীরা সঙ্গীত ও নৃত্য পরিবেশন করে।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি,সুধীজন,রাজনীতিবিদ,অভিভাবক,শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় ২২টি ইভেন্টের বিদ্যালয়ের দেড় শতাধিক শিক্ষার্থী অংশ নেয়।

পুরোনো সংবাদ

শিক্ষা-শিক্ষাঙ্গন 3515683094046749212

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item