সৈয়দপুরের অদম্য মেধাবী রিনার মেডিক্যাল কলেজে ভর্তির অনিশ্চয়তা দূর হয়েছে

তোফাজ্জল হোসেন লুতু,সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি:

 সৈয়দপুরের অদম্য মেধাবী আইরিন আক্তার রিনার মেডিক্যাল কলেজে ভর্তির অনিশ্চয়তা দূর হয়েছে। তাঁর মেডিক্যাল কলেজে ভর্তির জন্য সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে সৈয়দপুর উপজেলা পরিষদ।,সোমবার জাতীয় দৈনিক পত্রিকায় “ টাকার অভাবে ভর্তি অনিশ্চিত আইরিনের” শিরোনামে খবরটি নজরে আসে সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আবু ছালেহ মো. মুসা জঙ্গীর। তিনি সংবাদকর্মীসহ বিভিন্ন মাধ্যমে ওই মেধাবী শিক্ষার্থীর ব্যাপারে সার্বিক খোঁজখবর নেন। সেই সঙ্গে তিনি তাৎক্ষণিক বিষয়টি নিয়ে সৈয়দপুর উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আজমল হোসেনের সাথেও কথা বলেন। পরে  দুুপুরে সৈয়দপুর উপজেলা পরিষদ প্যানেল চেয়ারম্যান  মো. আজমল হোসেন ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আবু ছালেহ মো. মুসা জঙ্গী মেধাবী ছাত্রী রিনাদের উপজেলার কামারপুকুর ইউনিয়নের কিসামত কামারপুকুর মিস্ত্রিপাড়ার বাড়িতে ছুঁটে যান। সেখানে গিয়ে তারা প্রথমে মেডিক্যাল কলেজ ভর্তি পরীক্ষায় ভাল ফলাফলের জন্য মেধাবী রিনা ও তাঁর পরিবারের সদস্য আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন।  এ সময় তাঁরা ওই পরিবারের ব্যাপারে সার্বিক খোঁজখবর নেন। পরে মেডিক্যাল কলেজে ভর্তির জন্য সৈয়দপুর  উপজেলা পরিষদের পক্ষ থেকে অদম্য রিনাকে নগদ অর্থ সহায়তা প্রদান করেন। সৈয়দপুর উপজেলা পরিষদ প্যানেল চেয়ারম্যান  মো. আজমল হোসেন ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আবু ছালেহ মো. মুসা জঙ্গী রিনা ও তাঁর পরিবারের সদস্যদের হাতে ওই নগদ অর্থ তুলে দেন। এ সময় উপজেলা শিক্ষা অফিসার মো. আহসান হাবিব, কামারপুকুর ইউপি চেয়ারম্যান মো. রেজাউল করিম লোকমানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, উপজেলা কামারপুকুর ইউনিয়নের কিসামত কামারপুকুর মিস্ত্রিপাড়ার ইউনুস আলী ও মোছা. বেলী বেগম দম্পতির মেয়ে আইরিন আক্তার রিনা। রিনার বাবা পেশায় একজন দিনমজুর। সৈয়দপুর সরকারী কারিগরী কলেজ থেকে উচ্চ মাধ্যমিক সাটিফিকেট পরীক্ষায় জিপিএ-৫ পেয়ে উর্ত্তীণ হয় সে (রিনা)। আর  সে মেডিক্যাল কলেজে ভর্তি পরীক্ষায় অংশ নিয়ে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজে ভর্তির সুযোগ পেয়েছে। কিন্তু অভাবী পরিবারের মেয়ে আইরিন আক্তার রিনা মেডিক্যাল কলেজে ভর্তির সুযোগ পেলেও অর্থাভাবে তার ভর্তি অনিশ্চিত হয়ে পড়েছিল।      

পুরোনো সংবাদ

শিক্ষা-শিক্ষাঙ্গন 1357576279652017213

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item