রামপালে বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের প্রতিবাদে সৈয়দপুরে কৃষক শ্রমিক জনতা লীগের উদ্যোগে মানববন্ধন

তোফাজ্জল হোসেন লুতু,সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি

সুন্দরবন রক্ষা ও রামপালে কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের প্রতিবাদে আজ শনিবার নীলফামারীর সৈয়দপুরে ঘন্টাব্যাপী মানববন্ধন করা হয়েছে। কৃষক শ্রমিক জনতা লীগের সৈয়দপুর পৌর শাখার উদ্যোগে শহরের শহীদ ডা. জিকরুল হক সড়কে সৈয়দপুর প্রেস ক্লাবের সামনে ওই মানববন্ধন  কর্মসূচি পালন করা হয়।
 বেলা ১১টা থেকে এক ঘন্টাব্যাপী মানববন্ধনে সম্প্রতি গঠিত সংগঠনের সৈয়দপুর পৌর শাখার বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন।  এ সময় মানববন্ধন চলাকালে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
এতে কৃষক শ্রমিক জনতা লীগ সৈয়দপুর পৌর কমিটির সভাপতি মো. আকবর-ই-আজম, সহ-সভাপতি আব্দুল লতিফ, সাধারণ সম্পাদক এস. এম. রফিকুল ইসলাম লাবলু, যুগ্ম সম্পাদক আব্দুল মতিন, সাংগঠনিক সম্পাদক এম এ রশিদ রায়হান প্রমুখ বক্তব্য রাখেন ।
বক্তারা বলেন, ভারতের নীলনকশা বাস্তবায়নে রামপালে কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের উদ্যোগ নিয়েছে সরকার। বিদ্যুৎ কেন্দ্র অনেক হবে কিন্তু সুন্দরবন আর একটিও হবে না। বক্তারা তাদের বক্তব্যে পরিবেশ রক্ষায়  সরকারকে ওই পরিকল্পনা থেকে ফিরে আসার আহ্বান জানান ।       

পুরোনো সংবাদ

নীলফামারী 1295305775945537977

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item