রংপুর ডিআইজি অফিসের মাসিক সম্মেলনে অপরাধ ও আইন-শৃঙ্খলা পর্যালোচনা সভা অনুষ্ঠিত

হাজী মারুফ

বাংলাদেশ পুলিশ রংপুর রেঞ্জ ডিআইজি অফিসের সম্মেলন কক্ষে রোববার রংপুর বিভাগের ২০১৬ সালের সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ ও আইন-শৃঙ্খলা বিষয়ক পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়।বাংলাদেশ পুলিশ রংপুর রেঞ্জ ডিআইজি খন্দকার গোলাম ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অত্র রেঞ্জের গত সেপ্টেম্বর মাসের অপরাধ পরিস্থিতি, গ্রেফতারি পরোয়ানা তামিল, আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনাসহ আইন-শৃঙ্খলা ও অপরাধ বিষয়ক অন্যান্য বিষয়াদি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এছাড়াও উক্ত সভায় অত্র রেঞ্জে কর্মরত সকল স্তরের পুলিশ সদস্যদের মধ্যে কর্মস্পৃহা ও কর্মচাঞ্চল্য বাড়ানোর লক্ষ্যে ২০১৬ সালের সেপ্টেম্বর মাসে অত্র রেঞ্জের বিভিন্ন স্তরের পুলিশ সদস্যদের কৃতিত্বপূর্ণ কর্মকান্ডের জন্য নির্বাচিত শ্রেষ্ঠ কর্মকর্তাদের হাতে ক্রেস্ট ও সনদপত্র  প্রদান করা হয়। বিভিন্নস্তরের পুলিশ সদস্যদের মধ্যে  রয়েছেন শ্রেষ্ঠ সহকারি পুলিশ সুপার, শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ, শ্রেষ্ঠ সাব-ইন্সপেক্টর এবং শ্রেষ্ঠ মাদক ও চোরাচালান মালামাল উদ্ধারকারী কর্মকর্তা, শ্রেষ্ঠ তদন্তকারী কর্মকর্তা, শ্রেষ্ঠ সহকারি সাব-ইন্সপেক্টর এবং শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী কর্মকর্তা নির্বাচিত হন যথাক্রমে দিনাজপুর জেলার এএসপি, সদর সার্কেল হাসানুজ্জামান মোল্যা, দিনাজপুর কোতয়ালি থানার পুলিশ পরিদর্শক  মোঃ রেদওয়ানুর রহিম, একই থানার এসআই মোঃ মতিউর রহমান, পঞ্চগড় জেলার সদর থানার এসআই মোঃ ফিরোজ কবীর এবং রংপুর জেলার পীরগঞ্জ থানার এএসআই মোঃ মোজাহারুল ইসলাম। এছাড়াও রংপুর জেলার পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান শ্রেষ্ঠ পুলিশ সুপার হিসেবে ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয়। রংপুর রেঞ্জের মাননীয় ডিআইজি জনাব খন্দকার গোলাম ফারুক বিপিএম, পিপিএম মহোদয়ের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সভায় রংপুর রেঞ্জের দু’জন অতিরিক্ত ডিআইজি যথাক্রমে জনাব বশির আহম্মদ, পিপিএম (বার), অতিরিক্ত ডিআইজি (প্রশাসন ও অর্থ) এবং জনাব চৌধুরী মঞ্জুরুল কবির, পিপিএম (বার), অতিরিক্ত ডিআইজি (অপরাধ ও অভিযান), ঠাকুরগাঁও এর পুলিশ সুপার জনাব ফারহাত আহমেদ, কুড়িগ্রামের পুলিশ সুপার জনাব মোহাম্মদ তবারক উল¬াহ, নীলফামারীর পুলিশ সুপার জনাব মোঃ জাকির হোসেন খান, গাইবান্ধার পুলিশ সুপার জনাব মোঃ আশরাফুল ইসলাম, বিপিএম (সেবা), পঞ্চগড়ের পুলিশ সুপার জনাব মোঃ গিয়াস উদ্দিন আহমদ, দিনাজপুরের পুলিশ সুপার জনাব মোঃ হামিদুল আলম, রংপুর এর পুলিশ সুপার জনাব মোঃ মিজানুর রহমান, লালমনিরহাটের পুলিশ সুপার জনাব এস এম রশীদুল হক, আরআরএফ, রংপুর এর অতিরিক্ত পুলিশ সুপার জনাব আবুল বাশার মোহাম্মদ আতিকুর রহমান, সিআইডি’র সিনিয়র সহকারি পুলিশ সুপার জনাব মোঃ আনোয়ার হোসেন মিঞা উপস্থিত ছিলেন।

পুরোনো সংবাদ

রংপুর 824840954586289448

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item