নীলফামারীতে শেখ রাসেলের জম্মবার্ষিকীতে তিনদিনের কর্মসূচি

 ইনজামাম-উল-হক নির্ণয়,নীলফামারী ১৮ অক্টোবর॥
নীলফামারীতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট ছেলে শেখ রাসেলের ৫২তম জম্মবার্ষিকী উপলক্ষে তিনদিনের কর্মসূচি গ্রহণ করেছে  জেলা শিশু একাডেমি।
আজ মঙ্গলবার সকালে জেলা শিশু একাডেমি চত্ত্বরে বেলুন উড়িয়ে কর্মসুচির উদ্বোধন করেন জেলা প্রশাসক জাকীর হোসেন।
এসময় সেখানে জেলা আওয়ামী লীগের সভাপতি দেওয়ান কামাল আহমেদ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মোহাম্মদ বেলায়েত হোসেন, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আরিফা সুলতানা, জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের আহবায়ক আহসান রহিম মঞ্জিল এবং জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মোস্তাক আহমেদ উপস্থিত ছিলেন।
জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মোস্তাক আহমেদ জানান, শেখ রাসেলের ৫২তম জম্মদিন উপলক্ষে ১৮ অক্টোবর থেকে ২০ অক্টোবর পর্যন্ত তিনদিন ব্যাপী বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়। এর মধ্যে আজ মঙ্গলবার সকালে কর্মসূচির উদ্বোধন শেষে আলোচনা সভা ও শিশুদের সাংস্কৃতিক প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়।
বুধবার (১৯ অক্টোবর) বিকালে শিশুদের রচণা প্রতিযোগীতা ও বৃহস্পতিবার (২০ অক্টোবর) বিকালে চিত্রাঙ্কন প্রতিযোগীতা অনুষ্ঠিত হবে। শেষে আলোচনা সভা, বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যদিয়ে কর্মসূচি সমাপ্ত হবে।

পুরোনো সংবাদ

নীলফামারী 8391063432197798697

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item