রংপুরে মেডিকেল কলেজের ভর্তি পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস রোধে প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহন করা হবে- রসিক মেয়র

হাজী মারুফ :

রংপুর সিটি কর্পোরেশনের মেয়র বীর মুক্তিযোদ্ধা  সরফুদ্দীন আহম্মেদ ঝন্টু (প্রতিমন্ত্রী)  বলেছেন আসন্ন রংপুরে মেডিকেল কলেজের ভর্তি পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস রোধে প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহন করা হবে । 
 গতকাল বুধবার রংপুর মেডিকেল কলেজের হল রুমে ২০১৬-২০১৭ শিক্ষা বর্ষের এমবিবিএস ভর্তি সংক্রান্ত আইন শৃংখলা পরিস্থিতি ও সার্বিক বিষয়ে এক মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
রংপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ ডাঃ অনিমেশ মজুমদারের সভাপতিত্বে বক্তব্য রাখেন রংপুর স্বাস্থ্য  বিভাগের পরিচালক ডাঃ মোজাম্মেল হোসেন, রংপুরের সিভিল সার্জন ডাঃ হিমাংশু লাল রায়, রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালের সহকারী পরিচালক ডাঃ মোঃ শফিকুল ইসলাম, স্বাধীনতা চিকিৎসক পরিষদের সাধারন সম্পাদক ডাঃ নুরুন্নবী লাইজু , এনএসআইয়ের উপ-পরিচালক ফিরোজ রব্বানী, মেজর মোঃ আলমগীর খান, অধ্যাপক ডাঃ বিধু ভুষন দাস প্রমুখ।
মেয়র বলেন, যে কোন উপায়ে হোক এমবিবিএস ভর্তি পরীক্ষা সুষ্ঠভাবে   সম্পন্ন করতে হবে। এজন্য রংপুরবাসীকে সজাগ থাকার আহবান জানান। তিনি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য প্রয়োজনে মোবাইল কোর্টের সহযোগিতা নেওয়ার কথা বলেন।

পুরোনো সংবাদ

শিক্ষা-শিক্ষাঙ্গন 5159647171515206463

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item