পাগলাপীরে ঈদ উৎসবকে ঘিরে ছুরি চাপাতি বটির বেচা বিক্রি জমছে

হাবিবুর রহমান সেলিম,পাগলাপীর প্রতিনিধিঃ
আসন্ন ঈদুল আযহা উৎসবকে ঘিরে রংপুরের পাগলাপীরে বিভিন্ন হাটবাজারে ছুরি চাপাতি বটির বেচাবিক্রি জমে উঠেছে। জানাগেছে ঈদুল আযহাকে ঘিরে প্রতিবছরের ন্যায় এবারে ও পাগলাপীর সহ অঞ্চলের বিভিন্ন হাটবাজারে বেচাবিক্রি জমে উঠেছে কুরবানির পশু গরু ছাগল মহিষ জবাই করা ও মাংস কাটার জন্য ছুরি চাপাতি বটি সহ নানান যন্ত্র পাতি ও উপকরণের। অঞ্চলের ক্রেতা সাধারণ ধর্মপ্রাণ ব্যক্তিরা হাটবাজারে স্বাচ্ছন্দে ক্রয় করছেন এইসব ছুরি চাপাতি আর ব্যবসায়ীরা নানান দামে বিক্রি করছেন ক্রেতাদের কাছে। তবে একটু দাম বেশি হওয়ায় ক্রেতারা অনেকেই বিরক্তি আক্ষেপ প্রকাশ করছেন। সরেজমিনে পাগলাপীর বন্দরের ডালিয়া রোডের ব্যবসায়ী দেবেন্দ্র মহন্ত সহ কয়েকজন ব্যবসায়ী জানান, ছুরি৩০০ টাকা, মাঝারি ছুরি ১৫০ টাকা, ছোট ৩০ টাকা, চাপাতি ২৫০ টাকা, দা ২০০ টাকা, বটি ৩০০ টাকা, ছোট বটি ২০০ টাকা, প্লেট চাকু ২৫/৩০ টাকা দরে বিক্রি করছেন । এছাড়াও ব্যবসায়ীরা এইসব ছোরা চাকু চাপাতির সঙ্গে বিক্রি করছেন কোদাল ২৫০ টাকা, বাইশ ১২০ টাকা, কুড়াল ১৫০ টাকা, খন্তি ১৫০ টাকা, পাসুন ৫০ টাকা, কাস্তে ৪০ টাকা দরে বিক্রি করছেন।

পুরোনো সংবাদ

রংপুর 2792854982036246720

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item