১৭ সেপ্টেম্বর পাবলিক লাইব্রেরি মাঠে সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী সমাবেশ ও কনসার্ট

হাজী মারুফ :

রংপুর বিভাগ উন্নয়ন আন্দোলন পরিষদের উদ্যোগে আগামী ১৭ সেপ্টেম্বর শনিবার রংপুর কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরী মাঠে ‘সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী ছাত্র-যুব সমাবেশ এবং কনসার্ট’ এর আয়োজন করা হয়েছে। ওইদিন দুপুর ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত সমাবেশ ও কনসার্ট চলবে। অনুষ্ঠানে ক্লোজআপ ওয়ান তারকা রুমি, বাপ্পী, জনপ্রিয় কন্ঠশিল্পী সোমা, হিরা মনি, বাউল অরন্য আব্বাসসহ রংপুর বিভাগের গুণী বরেণ্য শিল্পী, ব্যান্ড তারকা অংশ নিবে। এছাড়া হার্ট টাচ্ ড্যান্স কোরিওগ্রাফার কেএম সোহাগের পরিচালনায় মর্ডাণ ড্যান্স এবং মর্ডাণ ড্যান্স গ্রুপের দা ওয়ান’র স্বাক্ষর, তর্পন ও মামুনের মনোমুগ্ধকর র‌্যাম্প শো। সমাবেশ ও কনসার্ট অনুষ্ঠানটি ক্যাবল অপারেটর ক্যাবল ওয়ান ও ইউসিএন’র মাধ্যমে গোটা রংপুর অঞ্চলে সরাসরি সম্প্রচার করা হবে। পুরো অনুষ্ঠানটি মকসুদার রহমান মুকুলের তত্ত্বাবধানে এবং রংপুরের কন্ঠ তারকা লিটন পারভেজ মান্নার সঞ্চালনায় অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানটি পুলিশ ও আইন-শৃঙ্খলা বাহিনীর কড়া নিরাপত্তা এবং বিভাগ উন্নয়ন আন্দোলন পরিষদের নিজস্ব নিরাপত্তা বেষ্টনি নিশ্চিত করা হবে। অনুষ্ঠানে রংপুরের মুক্তিযুদ্ধের পক্ষের সকল রাজনৈতিক, সামাজিক, পেশাজীবী, ছাত্র-যুব সংগঠনের নেতৃবৃন্দসহ সর্বস্তরের জনতাকে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন বিভাগ উন্নয়ন আন্দোলন পরিষদের আহ্বায়ক, দৈনিক ইত্তেফাক রংপুর অফিস প্রধান ও জিটিভি প্রতিনিধি ওয়াদুদ আলী। অনুষ্ঠান সংক্রান্ত যে কোন বিষয়ে যোগাযোগ: সাংবাদিক ওয়াদুদ আলী, মোবাইল: ০১৭১৪-০৫১৪২২ ও ই-মেইল:
wadudali02@yahoo.com|

পুরোনো সংবাদ

রংপুর 5482361362412447225

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item