পীরগাছায় ক্ষতিগ্রস্থ কৃষকদের মাঝে সার ও বীজ বিতরন

ফজলুর রহমান,পীরগাছা(রংপুর)ঃ

রংপুরের পীরগাছায় প্রাকৃতিক দূর্যোগ কবলিত ক্ষতিগ্রস্থ কৃষকদের পূনর্বাসনের জন্য রোপা আমন ধানের চারা , শাকসবজি ও কৃষি প্রনোদনার আওতায় গম, ভুট্টা, সরিষা, গ্রীস্মকালীন মুগ, মাষকালাই ও সার বিনামূল্যে বিতরন চলছে।
উপজেলা তাম্বুলপুর ও ছাওলা ইউনিয়নের চরাঞ্চলে ক্ষতিগ্রস্থ ৩ হাজার ৭শত ৫০ জন কৃষকের মাঝে কৃষি প্রনোদনা হিসেবে বিভিন্ন ফসলের বীজ ও সার বিতরন করা হচ্ছে। এর মধ্যে ছাওলা ইউনিয়নে ১হাজার ৮শত ৭৫ জন। গম ৬শত ৪০ জন, ভুট্টা ৭শত ২০ জন, সরিষা ৩শত ২০জন, মুগডাল ৮০জন ও মাষকালাই ১শত ১৫ জন।  তাম্বুলপুর ইউনিয়নে ১হাজার ৮শত ৭৫জন। গম ৬শত ৪০ জন, ভুট্টা ৭শত ২০ জন, সরিষা ৩শত ২০জন, মুগডাল ৮০জন ও মাষকালাই ১শত ১৫ জন।
ছাওলা ইউনিয়নে গ্রীস্মকালীন মুগ, মাষকালাই, সরিষা এর বীজ ও সার বিতরন হয়েছে। অপরদিকে তাম্বুলপুর ইউনিয়নে গ্রীস্মকালীন মুগ, মাষকালাই এর সার ও বীজ বিতরন হলেও তালিকা সম্পন্ন না হওয়ায় এখন পর্যন্ত সরিষা বীজ ও সার বিতরন করা সম্ভব হয়নি বলে জানা যায়।

পুরোনো সংবাদ

রংপুর 162995718303997152

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item