খেলাধুলা করায় ২৫ ছাত্রকে পিটিয়ে আহত

 ফজলুর রহমান,পীরগাছা(রংপুর)ঃ


রংপুরের পীরগাছার কদমতলা আল ফোরকান ক্যাডেট মাদ্রাসার আবাসিক ২৫ জন ছাত্রকে খেলাধুলা করার অপরাধে এক শিক্ষক কর্তৃক নির্মম ভাবে পিটিয়ে আহত করা হয়েছে। এদের মধ্যে ১৫ জন ছাত্রকে পীরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। শনিবার রাত সাড়ে ৭ টার দিকে এ ঘটনা ঘটানোর পর স্থানীয় অভিভাবকরা খবর পেয়ে মাদ্রাসাটি ঘেরাও করে আহত ছাত্রদের উদ্ধার করলেও ওই শিক্ষককে আটক করতে পারেনি।
সরেজমিনে গিয়ে অভিভাবক ও আহত ছাত্রদের সাথে কথা বলে জানা গেছে, উপজেলার কদমতলায় অবস্থিত আল ফোরকান ক্যাডেট মাদ্রাসার আবাসিক ছাত্ররা প্রতিদিনের ন্যায় শনিবার বিকেলে মাদ্রাসা মাঠে খেলাধুলা করে। মাদ্রাসার ছাত্র হয়ে খেলাধুলা করার অপরাধে ওই মাদ্রাসার শিক্ষক হোসাঈন আল হাবিব ওরফে নাজমুল মাদ্রসার ২৫ জন শিশু ছাত্রকে ডেকে নিয়ে বাঁশের লাঠি দিয়ে বেদম মারপিট করে। এতে ওই ছাত্রদের চিৎকারে অন্য ছাত্ররাও কাঁদতে শুরু করে। শিক্ষক হোসাঈন আল হাবিব ওরফে নাজমুল এক এক করে ছাত্রদের মারপিট করলে জোরে কাউকে চিৎকার করতে দেননি। সন্ধ্যার পর এক অভিভাবক তার ছেলেকে রাতের খাবার দিতে গেলে এ ঘটনা জানতে পারেন এবং তিনি নিজেও কান্নাকাটি শুরু করলে স্থানীয় লোকজন ও অন্যান্যে অভিভাবকরা জানাতে পারেন ও মাদ্রাসায় ছুটে এসে আহত ছাত্রদেরকে উদ্ধার করেন। পরে স্থানীয় ভাবে ১০ জন ছাত্রকে চিকিৎসা দেয়া হলেও গুরুতর আহত ১৫ জন ছাত্রকে পীরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনার পর বিক্ষুদ্ধ অভিভাবক ও সাধারন জনতা বিক্ষোভে ফেটে পড়ে দায়ী শিক্ষকের বিচারের দাবিতে ম্লোগান দিতে থাকে। পরে খবর পেয়ে পীরগাছা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে ওই এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।

পুরোনো সংবাদ

রংপুর 1900084893453850008

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item