আবারো সেই মামুন! পীরগঞ্জে বেকারী ফ্যাক্টরীর ১৫ হাজার টাকা জরিমানা

মামুনুর রশিদ মেরাজুল পীরগঞ্জ (রংপুর) হতেঃ
পীরগঞ্জে আবারো মামুনের বেকারী ফ্যাক্টরীতে ভেজাল বিরোধী অভিযান চালিয়ে নির্বাহী ম্যাজিষ্ট্রেট ১৫ হাজার টাকা জরিমানা করেছেন। বৃহষ্পতিবার উপজেলা সদরের রাজিয়া ফুড প্রোডাক্টস্ ওই অভিযান চালানো হয়েছে। এর আগে ২০১৩ সালে মামুনের যৌন উত্তেজক পানীয় উৎপাদন কারখানার সন্ধান পেয়ে র‌্যাব সদস্যরা তাকে হাতেনাতে আটক করেছিল। জানা গেছে, উপজেলা সদরের ওসমানপুর গ্রামে ‘রাজিয়া ফুড প্রোডাক্টস্’ নামে একটি বেকারী ফ্যাক্টরীতে দীর্ঘদিন ধরে গোপনে মানব দেহের জন্য ক্ষতিকর রাসায়নিক পদার্থ ‘সাল্টু’ (ক্যালসিয়াম বাই কার্বনেট) দিয়ে বিভিন্ন ধরনের বিস্কুট, পাউরুটি, কেক, টোষ্ট উৎপাদন হয়ে আসছে। বিষয়টি জানতে পেরে রংপুরের ভোক্তা অধিকার আইনের সহকারী পরিচালক নির্বাহী ম্যাজিষ্টেট আফসানা পারভীন গতকাল ওই বেকারী ফ্যাক্টরীতে অভিযান চালিয়ে নোংরা পরিবেশসহ বিভিন্ন অভিযোগে ১৫ হাজার টাকা জরিমানা করেন। এ সময় পীরগঞ্জ উপজেলা স্যানিটারী কর্মকর্তা গোলাম মোস্তফাসহ পুলিশ সদস্যরা ছিলেন। এ ব্যাপারে রাজিয়া ফুড প্রোডাক্টস্ এর প্রোঃ মামুুনুর রশিদ মামুন বলেন- সাল্টু দিয়ে খাদ্য তৈরী করি না, কারখানায় ইঁদুর মারার জন্যই সাল্টু ব্যবহার করা হয়। উপজেলা স্যানিটারী কর্মকর্তা গোলাম মোস্তফা জানান- সাল্টু দিয়ে দীর্ঘদিন ধরে ওই বেকারীতে পাউরুটি, বিস্কুট, কেকসহ অন্যান্য খাবার তৈরী হয়ে আসছে। অভিযান চালিয়ে সাল্টু পাওয়ায় ভোক্তা অধিকার আইনের ২০০৯ সালের ৪২ ও ৪৩ ধারায় উল্লেখিত বেকারী ফ্যাক্টরীর ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। তিনি আরও জানান- সাল্টু খেলে মানুষের হেপাটাইটিস বি, কিডনীসহ পেটের ও শরীরের নানান রোগ হয়ে থাকে। উল্লেখ্য, এর আগে বিগত ২০১৩ সালের ২৪ জানুয়ারী ওই মামুনুর রশিদ মামুন যৌন উত্তেজক ভেজাল পানীয় (ড্রিংকস্) জিন্টার, ফিলিং হর্স, ডাবল হর্স, থ্রি হর্স, হর্স পাওয়ারসহ কয়েক প্রকার পানীয়ের বোতল ও বোতল-ছিপি, লেবেল রংপুর র‌্যাব ক্যাম্পের সদস্যরা আগুনে পুড়ে ফেলে। সেই সময় নির্বাহী ম্যাজিষ্টেট ইউএনও রফিকুল হক ও র‌্যাব সদস্যরা মামুনকে হাতেনাতে আটক করেছিল।

পুরোনো সংবাদ

রংপুর 682509033355461403

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item