রংপুরকে একটি সুন্দর পরিবেশবান্ধব বসবাস যোগ্য যানজট মুক্ত নগরী গড়ে তোলা হবে ...........রসিক মেয়র

হাজী মারুফ রংপুর ব্যুরো অফিস :

রংপুরকে একটি সুন্দর, পরিবেশবান্ধব ,বসবাস যোগ্য ও যানজট মুক্ত  নগরী হিসেবে গড়ে তোলা হবে একটি দারিদ্রমুক্ত নগর হিসেবে গড়ে তুলতে যা যা প্রয়োজনীয় সব উদ্যোগ নেয়া হবে । পরিকল্পিত রাস্তাঘাট, ড্রেন, কালভার্ট, স্কুল কলেজ, নির্মান করা হবে । রংপুরের মানুষের দেয়া আমানত খেয়ানত হবে না গতকাল রবিবার রংপুর নগরীর মাহিগঞ্জ সাতমাথা চত্বরে জাহাজ কোম্পানী মোড় থেকে সাতমাথা পর্যন্ত প্রশস্তকরন জিএলরায় রোডের প্রায় ৪ কিলোমিটার রাস্তার সংস্কার কাজের উদ্বোধন অনুষ্ঠানে রংপুর সিটি কর্পোরেশনের মেয়র সরফুদ্দিন আহমেদ ঝন্টু এ কথা বলেন। 
রংপুর সিটি কর্পোরেশনের ৩০নং ওয়ার্ডের কাউন্সিলর জাহাঙ্গীর আলম তোতার সভাপত্বিতে উদ্বোধনী বক্তব্য রাখেন রংপুর সিটি কর্পোরেশনের  কাউন্সিলর আকরাম হোসেন, কাউন্সিলর মোখতার হোসেন, কাউন্সিলর কাউন্সিলর সুলতান আহম্মেদ, কাউন্সিলর এমএ রাজ্জাক মন্ডল, , এলজিইডি রংপুরের  নির্বাহী প্রকৌশলী আখতার হোসেন, রসিকের নির্বাহী প্রকৌশলী আজম আলী, মাহিগঞ্জ দোকান মালিক ব্যবসায়ী সমিতির সাধারন সম্পাদক তৌফিকুর রহমান তপু, রংপুর জেলা দোকান মালিক সমিতির  সহ-সভাপতি আলী হোসেন মোল্লা, মহানগর দোকান মালিক সমিতির যুগ্ম-মহাসচিব মোয়াজ্জেম হোসেন মিঠু, বিশিষ্ট ঠিকাদার মশিয়ার রহমান চৌধুরী  প্রমুখ ।
উল্লেখ্য সিটি গর্ভনেন্স প্রজেক্ট জাইকার  অর্থায়নে রংপুর সিটি কর্পোরেশনের বাস্তবায়নে ৪ কোটি ১৮ লাখ টাকা ব্যয়ে সম্প্রসারিত রাস্তাটি নির্মান করা হবে ।

পুরোনো সংবাদ

রংপুর 7873436602463015060

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item