নীলফামারীতে সার্বজনীন আর্থিক অর্ন্তভুক্তি সপ্তাহ পালন

ইনজামাম-উল-হক নির্ণয়,নীলফামারী ৩ নবেম্বর॥
বিশ্বের প্রায় ২০০ কোটি মানুষ কোন ধরণের আর্থিক সেবার আওতাভুক্ত নয়। বিশ্ব ব্যাংকের তথ্যানুযায়ী বাংলাদেশে প্রায় সাড়ে সাত কোটি প্রাপ্ত বয়স্ক মানুষ ওই সেবার বাইরে রয়েছেন। এতে নিরাপদ সঞ্চয় ও বিনিয়োগের ক্ষেত্র যেমন সংঙ্কুচিত হচ্ছে, তেমনি বিঘিœত হচ্ছে কোটি কোটি মানুষের ভবিষ্যৎ আর্থিক নিরাপত্তা।
নীলফামারীতে ব্র্যাকের আয়োজনে ২০২০ সালের মধ্যে দরিদ্র জনগণের সার্বজনীন আর্থিক অন্তভুক্তি (ফাইনান্সিয়াল ইনকুসন) সপ্তাহ পালন উপলক্ষ্যে মঙ্গলবার শহরের জোরদরড়ায় ব্র্যাকের কার্যালয়ে আয়েজিত অনুষ্ঠানে এ তথ্য জানানো হয়।
ওই কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার নীলফামারীতে ব্র্যাকের ক্ষুদ্র ঋণ কর্মসূচির বিভিন্ন দিক পরিদর্শন করেন অতিরিক্ত জেলা প্রশানক (রাজস্ব) মুজিবুর রহমান। এসময় উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবেত আলী, ব্র্যাকের উর্দ্ধতন আঞ্চলিক ব্যবস্থাপক আলমগীর হোসেন, আঞ্চলিক ব্যবস্থাপক নিজাম উদ্দীন, বিদ্যুৎ কুমার সাহা, জেলা ব্র্যাক প্রতিনিধি রইছ উদ্দীন, এলাকা ব্যবস্থাপক মীর মতিউর রহমান, রতন কুমার বর্ম্মণ প্রমুখ।
এসময় জেলা সদরের পঞ্চপুকুর গ্রামের ঋণ গ্রহিতা হারুণ অর রশিদ বলেন, ‘দেড় লাখ টাকা ঋণ নিয়ে আমি চার বছর ধরে মাছ চাষ করছি। এতে আমার বাৎসরিক আয় আসে চার লাখ টাকা।
ব্র্যাকের উর্দ্ধতন আঞ্চলিক ব্যবস্থাপক আলমগীর হোসেন জানান, ২০২০ সালের মধ্যে দরিদ্র জনগণের সার্বজনীন আর্থিক অর্ন্তভুক্তির লক্ষ্যে এ বছর প্রথম ১ নভেম্বর থেকে ৫ নভেম্বর পর্যন্ত বৈশ্বিক কর্মসূচি উদযাপন করছে ব্র্যাক। কর্মসূচির একমাত্র আয়োজক হিসেবে ব্র্যাক সপ্তাহ ব্যাপী নানা কর্মসূচি হাতে নিয়েছে।

পুরোনো সংবাদ

নীলফামারী 646932923226142891

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item