জলঢাকায় ভিক্ষুকদের মাঝে টিউবওয়েল ও কম্বল বিতরণ

মর্তুজা ইসলাম জলঢাকা (নীলফামারী) প্রতিনিধি

গেলোবার মুই জারোত কাপোং কায়ো মোক একখান কম্বল দেয় নাই। এই স্যার মোক  এবার জার নাই আসতে কম্বল দিছে মুই খুব খুশি কথাগুলো বললেন শৌলমারী ইউনিয়নের মনিগঞ্জের সত্তর বছর বয়সী কাল্টি বেওয়া। শুক্রবার বিকেলে নীলফামারীর জলঢাকায় উপজেলা পরিষদ চত্ত্বরে আমেরিকা প্রবাসী স্বেচ্ছাসেবী সংগঠন স্পন্দনবি ও মালটি শার্ফ ইন্টারন্যাশনাল এর সহযোগীতায় উপজেলার ১শ জন ভিক্ষুকের মাঝে ১০টি টিউবওয়েল ও কম্বল বিতরন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান হাবিব। এ সময় উপস্থিত ছিলেন-স্পন্দনবি কর্মকর্তা মাহমুদুল হাসান লেলিন, রক্তদান সংস্থা বাধন রংপুর জোনের আসাদুজ্জামান লিয়ন, নুর আলম জিকু,  মাল্টি শার্ফ ইন্টারন্যাশনাল বিভাগীয় প্রতিনিধি আব্দুর রাজ্জাক, ডা. আনোয়ার হোসেন, ইউপি সদস্য আব্দুল জব্বার, নজরুল ইসলাম প্রমুখ। অপরদিকে জেলার কিশোরগঞ্জ উপজেলার উ্চ্চ বিদ্যালয় মাঠে  শুক্রবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা সিদ্দিকুর রহমানের উপস্থিতিতে ১শ জন ভিক্ষুকের মাঝে কম্বল বিতরণ করেন আমেরিকা প্রবাসী স্বেচ্ছাসেবী সংগঠন স্পন্দনবি।

পুরোনো সংবাদ

সমাজ-সংগঠন 574860703368147256

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item