ডোমার এসিআই এর উদ্দ্যেগে মাছ ব্যাবসায়ী ও চাষিদের নিয়ে প্রশিক্ষন অনুষ্ঠিত ।

আনিছুর রহমান মানিক, নীলফামারী প্রতিনিধিঃ

নীলফামারীর ডোমারে  এসিআই এর উদ্দ্যেগে মাছ অড়ৎদার,মাছব্যাবসায়ী ও মাছচাষিদের নিয়ে মলা মাছের প্রশিক্ষন কর্মসুচি অনুষ্ঠিত হয়েছে।শনিবার সকালে ডোমারে বাংলাদেশ প্রথমিক বিদ্যালয় শিক্ষক সমিতি অফিসে এ প্রশিক্ষন কর্মসুচির আয়োজন করা হয়।তিন জন আড়ৎ দার ,বার জন ব্যাবসায়ী,পঁনের জন মাছ চাষিদের প্রশিক্ষন দেওয়া হয়।এসিআই এর সহযোগিতায় প্রশিক্ষক কনসিয়েলারী প্রঃলিঃ ক্যাটাল্টি আলমামুন,প্রোডাক্ট এক্সিকিউটিড আফতাব উদ্দিন চৌধুরী।মলা মাছ খাওয়ার গুরুত্ব সম্পর্কে আলোচনা করেন মা আবেদা মৎস হেচারীর সত্তাধিকারীর তরিকুল ইসলাম শিমু,মলামাছেক্যালসিয়াম, ফরফরাস,আয়রন, ওমেগাফি,ভিটামিন এ ও ডি পাওয়া যায়।তিনি আরও যানান মলা মাছ গর্ভবতী মায়েদের খাওয়ানো অতি গুরুত্ব পুর্ন।উপজেলার আন্ধারুরর মোড়ের আড়ৎদার বাদশা আজিজ,ডোমার বাজার আড়ৎদার সুজন-সুমন ও দেবিগঞ্জ উপজেলার আড়ৎদার খিতিশ চন্দ্র রায়।অনুষ্ঠানের সার্বিক সহযোগিতা করেন মা আবেদা মৎস হেচারীর ম্যানেজার আনারুল ইসলাম আনু।

পুরোনো সংবাদ

নীলফামারী 972882528702956004

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item