ধনতোলায় “হাসির হাটে কান্না” নাটক ২৬শে নভেম্বর মঞ্চায়িত হবে

হাবিবুর রহমান সেলিম,পাগলাপীর প্রতিনিধি ঃ
মহান বিজয় দিবস উপলে রংপুর সদর উপজেলার ধনতোলায় ঐতিহ্যবাহী ধনতোলা সর্বজনীন নাট্যগোষ্ঠীর ব্যবস্থাপনায় পঞ্চম অবদান একখানা সামাজিক অশ্র“ বেদনাভরা নাটক ‘‘হাসির হাটে কান্না” আগামী ২৬শে নভেম্বর মঞ্চায়িত হবে। গতকাল শনিবার ধনতোলা সর্বজনীন নাট্যগোষ্ঠীর সভাপতি সামসুল ইসলাম ও সম্পাদক জহরুল ইসলাম এক প্রেস বার্তায় এ তথ্য জানিয়েছেন। ঐতিহ্যবাহী বিদ্যাপিঠ ধনতোলা রিয়াজ উদ্দিন স্কুল এন্ড কলেজ মাঠে বণাঢ্য আয়োজনে রঙ্গিন আলো ঝলমলে বিশাল প্যান্ডেলে ওপেন মঞ্চে নাটকটি প্রদর্শিত হবে। জানা গেছে, ওপার বাংলার প্রখ্যাত নাট্যকার শ্রী কমলেশ ব্যানার্জী রচিত ধনতোলার কৃতি সন্তান বিশিষ্ট নাট্যভিনেতা শ্রী গুরুদাস গোম্বামীর পরিচালনায় সামাজিক অশ্র“ বেদনা ভরা ‘হাসির হাটে কান্না’ নাটকটিতে স্থানীয় একঝাক তরুন প্রতিভাময়ী কলাকুশলীরা অভিনয় করছেন। এদিকে নাটকটির মহড়া চলার সংবাদ এলাকায় ছড়িয়ে পড়ায় ইতিমধ্যে নাট্য প্রেমিক ভক্ত শ্রোতাদের মাঝে বেশ সারা জাগিয়ে তোলায় ধনতোলার মাটি ঘাটি যেন সাংস্কৃতিক অঙ্গনে বধু সেজে বসেছে। নাটকটি মহান বিজয় দিবস উপল্েয ডিসেম্বর মাসের যে কোন কথা থাকলেও তার নভেম্বর মাসে মঞ্চায়িত হচ্ছে। এ বিষয় নাট্য সংগঠনের উদ্যোক্তা বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তি আব্দুর রব প্রামানিক ও নাটকের পরিচালক শ্রী গুরুদাস গোস্বামীর এ প্রতিনিধিকে জানান ডিসেম্বর পুরো মাস জুরে ঘন কুয়াশা ও ঠান্ডা থাকায় দর্শক শ্রোতা ভক্তের সুবিধার্থে এবার নাটক এক মাস আগেই মঞ্চায়িত করা হচ্ছে। আশা করি এতে একদিকে দর্শকরা যেমন উপভোগ করতে পারবে তেমনিভাবে কলাকুশলীরাও স্বাচ্ছন্দমতে অভিনয় করতে পারবে।

পুরোনো সংবাদ

শিল্প-সাহিত্য-সংস্কৃতি 8095700614466066332

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item