ডোমারে ভ্র্যাম্যমান আদালতে গাঁজা বিক্রেতার ৬ মাস জেল।

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি>>

নীলফামারীর ডোমারে ১ গাঁজা বিক্রেতাকে আটক করেছে ডোমার থানা পুলিশ। ৩১অক্টোবর শনিবার সন্ধ্যায় ডোমার থানার এএসআই আমিনার রহমান গোপন সংবাদের ভিত্তিতে এসআই ফজলুল হক সরকারকে সাথে নিয়ে অভিযান চালিয়ে ডোমার বাসষ্টান্ড এলাকায় থেকে গাঁজা বিক্রি অবস্থায় হাতেনাতে আতিয়ার রহমান বাউ(৪০) নামে এক যুবককে আটক  করেছে। পরদিন সকালে তাকে উপজেলা নির্বাহী অফিসার ও (নির্বাহী ম্যাজিষ্ট্রেড) মোছাঃ সাবিহা সুলতানার কাছে হাজির করলে তিনি ভ্রাম্যমান  আদালত বসিয়ে ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে ৬মাসের কারাদন্ড প্রদান করেন। এবিষয়ে ডোমার থানা অফিসার ইনচার্জ মোয়াজ্জেম হোসেন জানান, আটককৃত ব্যাক্তি এলাকায় দির্ঘদিন যাবত গাজার পাশাপাশী অন্যান্য মাদক দ্রুব্য বিক্রি করে আসছে। আটক আতিয়ার রহমান বাউ পৌরসভা এলাকার ছোটরাউতা গোডাউন পাড়ার মৃত দবির উদ্দিনের ছেলে বলে থানা সুত্রে জানাযায়।

পুরোনো সংবাদ

নীলফামারী 2998608090931432448

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item