ডিমলায় ফারিয়া এসোসিয়েশনের মানববন্ধন

জাহাঙ্গীর আলম রেজা,ডিমলা(নীলফামারী) প্রতিরিধি ॥

নীলফামারীর ডিমলায় মঙ্গলবার সকালে উপজেলার রিপ্রেজেন্টেটিভ এসোসিয়েশন (ফারিয়া) ৫ দফা দাবীতে সদরের সুটিবাড়ী মোড়ে শহিদ অম্লান চত্তরের সামনে ঘন্টাব্যাপি মানববন্ধন করেছে। মানববন্ধনে উপজেলায় কর্মরত সকল ফরিয়া সদস্য অংশগ্রহন করেন।
এ সময় তারা সরকারী নতুন বেতন স্কেল ৭ম গ্রেড সম-পরিমান বেতন নির্ধারন, বর্তমান মুল্যস্ফীতির কথা বিবেচনা করে টি/এ, ডি/এ ও অন্যন্য ভাতাদি প্রদান, চাকুরীর নিশ্চয়তা বিধান, আমাদের সংগঠন অর্থাৎ ফারিয়া (ঢ়যধ ৎব ধ) সরকার কতৃক নিবন্ধন ও স্বীকৃতি প্রদান, সাপ্তাহিক ছুটিসহ জাতীয় সকল ছুটি প্রদানের দাবী করে।
কালো কাপড়ে দিয়ে মুখ বেঁধে দাবী আদায়ের বিভিন্ন শর্তের লিখিত ফেস্টুন ব্যানার বুকে ঝুলিয়ে মানববন্ধনে অংশ গ্রহন করেন। এ সময় বক্তব্য রাখেন ডিমলা উপজেলার ফারিয়া কমিটির সভাপতি আসাদুজ্জামান, সম্পাদক স্বপন চন্দ্র রায়, পরেশ চন্দ্র মোহন্ত, নুরে আলম নিউটন, বাবলু কুমার রায়, নাজমুন হুদা জুয়েল, আব্দুল্লাহ আল মামুন প্রমুখ। মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজাবউল করিমের মাধ্যমে  মাননীয় প্রধানমন্ত্রী  বরাবরে স্বারকলিপি প্রদান করেন।

পুরোনো সংবাদ

সমাজ-সংগঠন 4425261604203027401

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item