ধনতোলায় হাঁসির হাটে কান্না নাটকের চলছে মহড়া

হাবিবুর রহমান সেলিম,পাগলাপীর প্রতিনিধি ঃ
রংপুর সদর উপজেলার ধনতোলায় ঐতিহ্যবাহী ধনতোলা সর্বজনীন নাট্য গোষ্ঠির উদ্যোগে “ হাঁসির হাটে কান্না” এক খানা সামাজিক অশ্র“ বেদনা ভরা নাটকের মাসব্যাপী মহড়া চলছে। জানাগেছে ওপার বাংলার (ভারত) প্রখ্যাত নাট্যকার শ্রী অমলেশ ব্যানার্জী রচিত ও স্থানীয় বিশিষ্ট্য নাট্যভিনেতা ধনতোলার কৃতি সন্তান শ্রী গুরুদাশ গোস্বামী পরিচালিত হাসির হাটে কান্না নামে সামাজিক অশ্র“ বেদনা ভরা নাটকটি গত পহেলা অক্টোবর থেকে অদ্যবদি ধনতোলা স্কুল এন্ড কলেজ হল রুমে প্রত্যহ সন্ধ্যার পর স্থানীয় প্রতিভাময়ী কলা কৌশলীদের অভিনয়ে চলছে মহরা। ধনতোলা সর্বজনীন নাট্যগোষ্ঠীর সভাপতি সামছুল ইসলাম, সম্পাদক জহুরুল ইসলাম, সংস্কৃতিক ব্যাক্তিত্ব আব্দুর রব প্রমাণিক ও নাট্যভিনেতা হেমায়েতুল ইসলাম বিটু প্রতিনিধিকে জানান হাসির হাটে কান্না নাটকটি তাদের পঞ্চম অবদান। মহান বিজয় দিবস উপলে নভেম্বর মাসের শেষ সপ্তাহে অথবা ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহে নাটকটি মঞ্চায়িত হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন। পরিচালক শ্রী গুরুদাস গোস্বামী বলেন গত বছর “সন্তান হারা মা” নাটকে যে বিপুল পরিমান দর্শক হয়েছিল আশা করি এবার হাসির হাটে কান্না নাটকটিতে তার দিগুন দর্শক শ্রোতা ভক্তের আগমন ঘটবে বলে তিনিও আশাবাদ ব্যক্ত করেন।

পুরোনো সংবাদ

শিল্প-সাহিত্য-সংস্কৃতি 3650416640948696694

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item