বিকল পিকআপ সরিয়ে দুই ঘন্টা পর সৈয়দপুর বিমান বন্দর চালু হলো

আবু ফাত্তাহ্ কামাল পাখি,স্টাফ রিপোর্টারঃ

রানওয়েতে বিকল হয়ে পড়া চেকিং পিকআপটি সরিয়ে নেয়ার দুই ঘন্টা পর সৈয়দপুর বিমানবন্দর পুনরায় চালু করা হয়েছে।  নির্র্ধারিত সময়ের আজ সকাল ১১টা ১৫ মিনিটে ঢাকা থেকে ছেড়ে আসা যাত্রীবাহী বিমান  ইউএস বাংলার একটি ফাইট অবতরন করতে ব্যর্থ হয়ে পুনরায় ঢাকা ফিরে গিয়েছিল। পড়ে রানওয়েতে বিকল হয়ে পড়া চেকিং পিকআপটি সরিয়ে নেয়া হলে দুই ঘন্টাপর দুপুর ১টা ১৫ মিনিটে বিমান টি পুনরায়  ঢাকা থেকে ছেড়ে যাত্রী নিয়ে সৈয়দপুর বিমানবন্দরে অবতরন করে। সৈয়দপুর বিমান বন্দরের  ম্যানেজার শাহিন আহমেদ এ ব্যাপারে সাংবাদিকদের কোন মন্তব্য করতে না চাইলেও সৈয়দপুর বিমানবন্দরে থাকা ইউএস বাংলা বিমানের দায়িত্বরত ব্যবস্থাপক রাকিব মোস্তাকিম বিষয়টি নিশ্চিত করেন। 
উল্লেখ যে আজ মঙ্গলবার সৈয়দপুর বিমানবন্দরের রানওয়েতে  নিয়মিত চেকিং এর সময় সিভিল এভিয়েশনের একটি পিকআপ হঠাৎ করে বিকল হয়ে রানওয়ের মাঝে পড়ে থাকে। বিমানবন্দর কর্তৃপক্ষ বিকল পিকআপটি তাৎক্ষনিকভাবে অপসারন করতে ব্যর্থ হয়। সকাল ১১টা ১৫ মিনিটে ঠিক সে সময় ঢাকা থেকে যাত্রী নিয়ে ইউএস বাংলার বিমানটি সৈয়দপুরের আকাশে চলে আসে। বিমানটি সৈয়দপুরে বেশ কয়েকবার চক্রর দেয়ার পরেও  বিমানবন্দর কর্তৃপক্ষের অবতরনের কিয়ারেন্স না পাওয়ায় বিমান টি পুনরায়  ঢাকা ফিরে যেতে বাধ্য হয়। এদিকে সৈয়দপুর বিমানবন্দরে ওই ফিরতি বিমানে ঢাকা যাওয়ার  জন্য অপেক্ষায় ছিল ৭০ জন যাত্রী। দুই ঘন্টা পর বিমানটি এসে ফিরতি ফাইটে ওই সব যাত্রীদের নিয়ে ঢাকা চলে যায়।

পুরোনো সংবাদ

বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি 8619208895997261476

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item