মসজিদের নামে দান করা জমি বিক্রি করায় অলৌকিক ঘটনা

মো. জহুরুল ইসলাম খোকন, সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি

সৈয়দপুরের পার্শ্ববর্তী দারোয়ানী এলাকায় এক অলৌকিক ঘটনা ঘটেছে। মসজিদের নামে মৌখিকভাবে দান করা সম্পত্তি গোপনে বিক্রি করার অপরাধেই ওই অলৌকিক ঘটনা ঘটেছে বলে দাবি এলাকাবাসীর। সম্প্রতি দারোয়ানীর দোয়ালীপাড়ায় ওই ঘটনা ঘটে। ঘটনাটি দেখতে হাজার হাজার মানুষ ভিড় করছেন।
এলাকাবাসী বলেন, ওই এলাকার মকবুল নামের এক ব্যক্তি প্রায় ১৪ বছর আগে মারা যাওয়ার সময় তার স্ত্রী বেগমকে (৫০) রাস্তা সংলগ্ন একটি ২০ শতাংশ জমি মসজিদের নামে দান করতে বলেন। সে অনুযায়ী মৃত মকবুল হোসেনের স্ত্রী বেগম মৌখিকভাবে ওই জমিটি দান করে দেন। প্রায় ২ বছর মসজিদ কমিটির লোকজন ওই জমির ফসল নিয়ে যান। কিন্তু হঠাৎ কাউকে না বলে মিসেস বেগম দান করা ওই জমিটি ৪ লাখ টাকায় বিক্রি করে দেন। এরপর থেকেই শুরু হয় অলৌকিক ঘটনা। প্রায় ১০ দিন আগে মিসেস বেগম রাতে ঘুম থেকে উঠে দেখেন তার মাথার সম্পূর্ণ চুলে জট লেগে গেছে। কথাও বলতে পারছেন না তিনি। কলসে থাকা পানি খেয়ে পুনরায় বিছানায় যেতেই দেখেন বিছানায় অসংখ্য সাপ ফনা তুলে আছে। ঘরের ভিতরেও অসংখ্য সাপ। খবর পেয়ে এলাকাবাসীসহ তার বিয়ে হয়ে যাওয়া ৩ মেয়ে ঘরে ঢুকে দেখেন নাম না জানা অসংখ্য সাপ ফনা তুলে আছে। শত চেষ্টা করেও সাপগুলোকে তাড়ানো যায়নি। এর ফলে তাদের ঘরে ঢুকাও সম্ভব হয়নি। প্রায় ৩/৪ দিন স্বপরিবার বাড়ির বাইরে থাকার পর গত বৃহস্পতিবার বেগম নামের ওই মহিলাটির মৃত্যু ঘটে। অলৌকিক ওই ঘটনা দেখতে নীলফামারী, সৈয়দপুরসহ আশপাশ এলাকার হাজার হাজার মানুষ ছুটে চলেছেন সেখানে।

পুরোনো সংবাদ

নীলফামারী 4607630796170677916

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item