নীলফামারীতে দুর্গোৎসবে ৩৩১টি মন্ডব ঝুঁকিপূর্ন

আবু ফাত্তাহ্ কামাল পাখি,স্টাফ রিপোর্টারঃ

বোধনের মধ্য দিয়ে আগামীকাল রবিবার থেকে শুরু হচ্ছে হিন্দু সম্প্রদায়ের  শারদীয় দুর্গোৎসব। উৎসবকে ঘিরে নীলফামারী জেলা জুড়ে সাজ সাজ রব পড়েছে। জেলার ছয় উপজেলা জুড়ে  পুঁজোমন্ডবগুলো বিভিন্ন ভাবে সু-সুজ্জিত করা হয়েছে। পূঁজোকে ঘিরে আইনশৃংখলা বাহিনী কঠোর নিরাপক্তা বেষ্টমী গড়ে তুলেছে।আজ শনিবার নীলফামারী হিন্দু ধর্মীয় কল্যান  ট্রাস্টের ট্রাস্টি রথিস চন্দ্র রায় ও নীলফামারী জেলা পুজা উৎযাপন পরিষদের সাধারন সম্পাদক এ্যাডঃ রমেন্দ্র নাথ বাপী জানান, গত বছর জেলায় ৭৭৭টি মন্ডপে শারদীয় উৎসব হলেও চলতি বছর ৩৮টি পুজা মন্ডব বৃদ্ধি পেয়ে ৮১৫টি মন্ডবে দাঁড়িয়েছে। এদিকে নীলফামারী পুলিশ বিভাগের গোয়েন্দা শাখা মতে ৮১৫টি পুঁজোমন্ডবের মধ্যে অতিরিক্ত ঝুঁকিপূর্ন   ১৮৪ ও ঝুঁকিপূর্ন ১৪৭টি সহ মোট ৩৩১টি মন্ডবকে চিহিৃত করা হয়েছে।এর মধ্যে নীলফামারী সদরে ২৬৬টি পূঁজোমন্ডবের মধ্যে অতিরিক্ত ঝুকিপূর্ন ৬১টি ও ঝুঁকিপূর্ন ৩১টি,  ডোমার উপজেলায় ৯০টির মধ্যে অতিরিক্ত ঝুকিপূর্ন ২৩টি ও ঝুঁকিপূর্ন ২০টি, ডিমলা উপজেলায় ৭৭টির মধ্যে অতিরিক্ত ঝুকিপূর্ন ৩৫টি ও ঝুঁকিপূর্ন ১৪টি, জলঢাকা উপজেলায় ১৬১টির মধ্য অতিরিক্ত ঝুকিপূর্ন ৩৩ টি ও ঝুঁকিপূর্ন ৪০টি, কিশোরীগঞ্জ উপজেলায় ১৩৯টির মধ্যে অতিরিক্ত ঝুকিপূর্ন ১৪টি ও ঝুঁকিপূর্ন ১৫টি,  ও সৈয়দপুর উপজেলায়  ৮২টির মধ্যে অতিরিক্ত ঝুকিপূর্ন ১৮টি ও ঝুঁকিপূর্ন ২৭টি।
পূঁজা উদযাপন পরিষদ নীলফামারী জেলা শাখার সভাপতি ও জেলা জজ কোর্টের পিপি এ্যাডঃ অক্ষ্ময় কুমার রায় বলেন, ইতোমধ্যে শারদীয় দুর্গোৎসব আয়োজনে প্রয়োজনীয় প্রস্তুতি সেরে ফেলা হয়েছে। জেলা প্রশাসন, পুলিশ প্রশাসনের সার্বিক তত্ত্বাবধানে উৎসব নির্বিঘেœ করতে যাবতীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা তাজুল ইসলাম জানান, এ জেলায় ৮১৫টি পূঁজা মন্ডবের জন্য সরকারিভাবে ৩৮৫ দশমিক ৫০০ মেট্রিকটন চাল বরাদ্দ পাওয়া গেছে। যা প্রতিটি পুঁজোমন্ডবকে সমপরিমানে বন্ঠন  করা হয়েছে। নীলফামারী পুলিশ সুপার জাকির হোসেন খাঁন জানান, এ বছর হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় উৎসব দুর্গাপুজাকে সামনে রেখে জেলার বিভিন্ন উপজেলায় নিরাপত্তা জোড়দারের ব্যবস্থা নেয়া হয়েছে। জেলা প্রশাসক জাকীর হোসেন জানান হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় উৎসব দুর্গাপুজাকে সামনে রেখে এ জেলায় যাতে শান্তিপূর্ন উৎসব মুখর পরিবেশে  শারদীয় দুর্গোৎসব পালনের সকল ব্যবস্থা গ্রহন করা হয়েছে।

পুরোনো সংবাদ

নীলফামারী 3989311442792206842

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item