পাগলাপীর ডালিয়া বাসস্ট্যান্ড মোড়ে সড়কের সিলকোঠ পাথর উঠে যাচ্ছে

হাবিবুর রহমান সেলিম,পাগলাপীর প্রতিনিধি ঃ
রংপুরে পাগলাপীরে ডালিয়া বুড়িমাড়ী মহাসড়কের জিরো পয়েন্ট পাগলাপীর বন্দরের ডালিয়া বাসস্ট্যান্ড মোড়ে সড়কের বিভিন্ন স্থানে সিলকোঠ পাথর উঠে যাচ্ছে এবং কিছু কিছু স্থানে পাথর সিলকোঠ উঠে গর্ত সৃষ্টি হয়ে পড়ায় যানবাহন চলাচল হুমকির মূখে পড়ার আশাংঙ্কা করছেন এলাকাবাসীরা। বিশেষ করে গত বর্ষা মৌসমে ডালিয়া বাসস্টান্ড মোড়ে সড়কে গর্তের উপর দিয়ে বিভিন্ন যানবাহন চলাচলের সময় চাকায় পিষ্ট হওয়া পানি ছড়িয়ে ছিটকে পড়ায় মানুষজন দূভোগের শিকার হন। ইতিপূর্বে মাস দেড়েক পূর্বে সড়ক ও জনপথ বিভাগ রংপুর কতৃপ পাথর সিলকোঠ উঠে যাওয়া স্থানগুলি সংষ্কার করলেও সড়কটি আবাও পূর্বের অবস্থায় বিরাজ করছে। জানাগেছে পাগলাপীর ডালিয়া বুড়িমাড়ী মহাসড়কটি উত্তরাঞ্চলের একটি ব্যস্ততম বানিজ্যিক সড়ক। এই সড়কের উপরদিয়ে প্রত্যহ দিবারাত্রী শত শত বাস কোস পণ্যবাহী ট্রাক কার মাইক্র অটো সিএনজি সহ নানা হালকা পাতলা ভাবী যানবাহন চলাচল করে। অত্যান্ত দুঃখ জনক হলেও সত্য যে সড়কটি সংষ্কারের এক বছর যেতে না যেতেই সড়কের জিরো পয়েন্ট পাগলাপীর ডালিয়া বাসস্টান্ড মোড়ে সহ বিভিন্ন স্থানে সিলকোঠ পাথর উঠছে এবং কিছু কিছু স্থানে পাথর সিলকোঠ উঠে ২/৩ ইঞ্চি গর্ত সৃষ্টি হয়ে পড়ছে। স্বরজমিনে পান সিগারেট ব্যবসায়ী লাজু, শ্রমিক সামছুল সহ বিভিন্ন মহল অভিযোগ করে বলেন সড়কটি সংষ্কারের সময় নিম্নমানের বিটুইন, পাথর সিলকোঠ ব্যবহার করায় সামান্য বৃষ্টিবাদলের পানিতে সড়কের উপর স্থান নরম হয়ে পড়ায় যানবাহন চলাচলের সময় পাথর সিলকোঠ উঠে গর্ত সৃষ্টি হয়ে পড়ছে। এ ব্যাপারে পাগলাপীরের বিভিন্ন মহল প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য সংশ্লিষ্ট কতৃপরে দৃষ্টি কামনা করছেন।
 

পুরোনো সংবাদ

রংপুর 7386036197472589396

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item