বিদ্যুৎ সংযোগের জন্য চাঁদা না দেওয়ায় বৃদ্ধ ভাই-বোনকে জখম!

পীরগাছা, রংপুর প্রতিনিধি-

রংপুরের পীরগাছায় পল্লী বিদ্যুতের মিটার সংযোগ করে দেওয়ার জন্য দাবিকৃত টাকা চাঁদা না দিয়ে প্রতিবাদ করায় বৃদ্ধ ভাই-বোনকে পিটিয়ে গুরুতর জখম করেছে চিহ্নিত একদল সন্ত্রাসী। এসময় ওই সন্ত্রাসীরা তাদের বাড়িতে হামলা চালিয়ে বাড়িঘর ভাংচুর ও লুটপাট করে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে পীরগাছা থানায় গতকাল রোববার একটি মামলা দায়ের করা হয়েছে।
থানায় দেয়া অভিয়োগে জানা গেছে, পীরগাছা উপজেলার কৈকুড়ী ইউনিয়নের শুল্লিপাড়া গ্রামে বিদ্যুৎ সংযোগ দেওয়ার জন্য একই গ্রামের চিহ্নিত সন্ত্রাসী আফছার আলী মীর, গাফ্ফার মীর ও মাহফুজার রহমান সানু গংরা গ্রামের সকল পরিবারের নিকট থেকে ৫ হাজার টাকা করে চাঁদা দাবি করে। ইতোমধ্যে তারা বেশ কিছু পরিবারের কাছ থেকে লক্ষাধিক টাকা আদায় করে আত্মসাত করেন। ঘটনার দিন গতকাল রোববার সকালে ওই সন্ত্রাসীরা আবারো টাকা উত্তোলনের চেষ্টা করলে একই গ্রামের বৃদ্ধ আঃ সামাদ ও তার বোন হাজেরা খাতুন টাকা দিতে অস্বীকৃতি জানালে উভয়ের মধ্যে বাকবিত-া বাঁধে। এতে ক্ষিপ্ত আফছার গং ১০/১২ জনের একটি সন্ত্রাসী দল লাঠি ছোরা নিয়ে বৃদ্ধ আঃ সামাদের বাড়িতে হামলা চালায়। এসময় সন্ত্রাসীরা ওই বৃদ্ধ আঃ সামাদ (৬৫) ও তার বোন হাজেরা খাতুন (৭০) কে কুপিয়ে জখম করে তাদের বাড়িঘর ভাংচুর ও নগদ এক লাখ ৭০ হাজার টাকাসহ ব্যাপক লুটপাট করে। ঘটনার সময় এলাকাবাসী এগিয়ে এলে সন্ত্রাসীরা প্রাণ নাশের হুমকি-ধামকি দিয়ে পালিয়ে যায়। পরে এলাকাবাসী আহতদ্বয়কে উদ্ধার করে পীরগাছা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। বর্তমানে তারা চিকিৎসাধীন রয়েছেন। এব্যাপারে পীরগাছা থানায় গতকাল রোববার ১১ জনকে আসামী করে একটি মামলা দায়ের করা হয়েছে।


পুরোনো সংবাদ

রংপুর 2675116192378827475

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item