প্রি-প্রাইমারীতে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা নীলফামারীতে পরীক্ষার্থী ১৯হাজার ৫৫৬জন

নিজস্ব প্রতিনিধিঃ

নীলফামারী জেলার সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রি-প্রাইমারীতে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করবেন ১৯হাজার ৫৫৬জন পরীক্ষার্থী। জেলার ২১টি কেন্দ্রে ১৬অক্টোবর সকাল ১০টা থেকে ১১টা ২০মিনিট পর্যন্ত নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হবে। ২১টি কেন্দ্রের মধ্যে নীলফামারী সদর উপজেলায় ১২টি এবং সৈয়দপুর উপজেলার রয়েছে ৯টি কেন্দ্র। কেন্দ্রগুলোর মধ্যে রয়েছে নীলফামারী সদরের ছমির উদ্দিন স্কুল এ্যান্ড কলেজ, কালেক্টরেট পাবলিক স্কুল এ্যান্ড কলেজ, সরকারী মহিলা কলেজ, সরকারী উচ্চ বিদ্যালয়, সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়, আদর্শ উচ্চ বিদ্যালয়, পুলিশ লাইন্স একাডেমি, রাবেয়া বালিকা বিদ্যা নিকেতন, সরকারী টেকনিক্যাল স্কুল এ্যান্ড কলেজ, নতুন দ্বি-মুখী উচ্চ বিদ্যালয় এবং সরকারী কলেজ এছাড়া সৈয়দপুর উপজেলার কেন্দ্রগুলোর মধ্যে রয়েছে পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়, সরকারী কারিগরি স্কুল এ্যান্ড কলেজ, ইসলামিয়া উচ্চ বিদ্যালয়, আল ফারুক একাডেমি, মহিলা কলেজ, লায়ন্স স্কুল এ্যান্ড কলেজ, সৈয়দপুর ডিগ্রি কলেজ, ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এ্যান্ড কলেজ ও সানফাওয়ার স্কুল এ্যান্ড কলেজ। জেলা শিক্ষা কর্মকর্তা দিলিপ কুমার বণিক বলেন, সুষ্ঠু ও শান্তিপুর্ন ভাবে পরীক্ষা সম্পন্নে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের তত্বাবধানে ইতোমধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পরীক্ষা চলাকালে কেন্দ্রের আশপাশে ১৪৪ধারা জারি ধাকবে বলে জানান তিনি।

পুরোনো সংবাদ

শিক্ষা-শিক্ষাঙ্গন 2367989061784261148

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item