নীলফামারীতে লক্ষ টাকার চোরাই গাছ আটক

আবু ফাত্তাহ্ কামাল পাখি,স্টাফ রিপোর্টারঃ

বিভিন্ন প্রজাতির প্রায় লক্ষ টাকার বনায়ন কর্মসুচির ৩০টি গাছ মঙ্গলবার সকাল ১০টায় আটক  করেছে বালাগ্রাম ইউপি চেয়ারম্যান আব্দুল হাই। স্থানীয় জনগণ জানায়, দেশের বৃহত্তর তিস্তা সেচ ক্যানেলের পরিদর্শন সড়কের পরিবেশ ভারসাম্য রক্ষা ও জলবায়ু পরিবর্তনের জন্য নিমিত্তে উপজেলার বালাগ্রাম ইউনিয়নের পশ্চিম ধার চকচকার দোলা থেকে গাছগুলি রাতের আধারে কেটে সাইট নালা বাজারে নুরে জান্নাত করাতকল কাঠ ব্যবসায়ীর নজরুল ইসলামের কাছে বিক্রি করেন শালনগ্রাম এলাকার মৃত জবেদ আলীর ছেলে ইবনে নুর।
অভিযোগ মতে বন বিভাগের দুর্নীতিবাজ এবং দীর্ঘ ১৫ বছর ধরে একই এলাকায় চাকুরী করার সুবাধে বন কর্মকর্তা আব্দুল মোনায়েম এই গাছ চুিরর চক্রদের সাথে সরাসরি জড়িত।তবে এ সমস্ত গাছ এ উপজেলার বনবিভাগের  নয় বলে দাবী করেন জলঢাকা উপজেলা বন কর্মকর্তা আব্দুল মোনায়েম। এদিকে খবর পেয়ে চোরাই গাছগুলো ওই করাত কল আটক করে বালাগ্রাম ইউনিয়ন পরিষদে নিয়ে রেখেছে  ইউপি চেয়ারম্যান আব্দুল হাই । তিনি বলেন ঘটনাস্থলে গিয়ে গাছগুলো জব্দ করে তার পরিষদে নিয়ে এসেছেন। বিষয়টি তদন্ত করে মামলা দায়ের করা হবে।

পুরোনো সংবাদ

নীলফামারী 1036606462534280683

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item