ডোমারে কোরবানীর মাংস ও পিঠার গায়ে আল্লাহু লেখা নাম হাজারো মানুষের উপচেপড়া ভীড়।

আনিছুর রহমান মানিক, ডোমার-(নীলফামারী) প্রতিনিধি>>

নীলফামারী ডোমারের কোরবানীর মাংস ও পিঠায় আল্লাহু লেখা নাম, তা দেখতে হাজারো মানুষের উপচেপড়া ভীড়। ঘটনাটি ঘটেছে ডোমার উপজেলার পৌর এলাকার ১নং ওয়ার্ড কলেজ পাড়া গ্রামে। সরেজমিনে যানাযায়, উক্ত এলাকার আমিনের বাড়ীতে বাসা ভাড়া নিয়ে ঔষধ কোম্পানীতে কর্মরত মানিকের স্ত্রী রিনা বেগম গত কোরবানী ঈদের ছুটিতে বাবার বাড়ী নওগাঁ থেকে কোরবানীর  মাংস এনে ফ্রীজে রাখে।একদিন বের করে রান্নার সময় বার বার একটি মাংসর টুকরো উপরের দিকে উঠতে থাকে। রিনা বেগম ভালমতো নাড়াচাড়া করার পরেও পূনরায় একই অবস্থা। টুকরোটি হাতে নিয়ে দেখে আল্লাহু লেখা। অপরদিকে গত শুক্রবার সকালে প্রতিবেশী অটো চালক বেলাল হোসেনের স্ত্রী দোকানী  ময়না বেগম আটা গুলিয়ে চিতা পিঠা ভাজতে থাকে। খাওয়ার শুরুতে একটি পিঠাতে কামড় দিতেই খেতে পারছে না। বেলালকে বিষয়টি জানালে দেখে পিঠার গায়ে আল্লাহু লেখা। সাথেই কলেজ পাড়া জামে মসজিদের ঈমাম র্কারী আবু জাফর কে পিঠাটি দেখালে তিনি তা নিশ্চিত করেন। বিষয়টি মুহুত্যেই চারিদিক ছড়িয়ে পড়লে শুরু হয় হৈ চৈ তা দেখতে তাদের বাড়ীতে হাজারো মানুষের উপচেপড়া ভীড় জমে। এদের মধ্যে নারী দর্শনার্থীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। এ যেন পাকের একটি নিদর্শন বলে তারা জানান।

পুরোনো সংবাদ

নীলফামারী 1440331544288412192

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item