রংপুরে চাঞ্চল্যকর হত্যাকান্ডের রহস্য উদঘাটন করলে পুলিশ কর্মকর্তাদের পুরস্কার ঃ ডিআইজি

হাজী মারুফ রংপুর ব্যুরো অফিস :


চাঞ্চল্যকর হত্যাকান্ডের ঘটনার রহস্য উদঘাটন ও প্রয়োজনীয় সাক্ষ্য প্রমান সংগ্রহকারী পুলিশ কর্মকর্তাদের পুরস্কার প্রদানের ঘোষণা দিয়েছেন পুলিশের রংপুর রেজ্ঞের ডিআইজি হুমায়ুন কবীর । তিনি রোববার বেলা ১২ টায় তার কার্যালয়ের সম্মেলন কক্ষে অপরাধ নিয়ন্ত্রণে বিশেষ অবদান রাখার জন্য রংপুর বিভাগের ৯ পুলিশ সদস্যদের মাঝে পদক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতাকালে এ ঘোষণা দেন।
অপরাধীদের গ্রেফতারে আরো উদ্যেগী হবার আহবান জানিয়ে ডিআইজি বলেন,  পুলিশ সদস্যদের আরো নিষ্ঠার সাথে দায়িত্বপালন করতে হবে। এসময় বেআইনী আগ্নেয়াস্ত্র উদ্ধার, মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে অভিযান আরো জোরদার করার নির্দেশও প্রদান করেন তিনি।
পরে অপরাধ নিয়ন্ত্রণে বিশেষ অবদান রাখায় কুড়িগ্রাম জেলার পুলিশ সুপার মোহাম্মদ তবারক উল্লাহকে শ্রেষ্ঠ জেলা হিসেবে পদক প্রদান করা হয়। এ ছাড়াও পদক প্রাপ্তরা হলেন, শ্রেষ্ঠ সার্কেল এএসপি দিনাজপুর সদর সার্কেলের সুশান্ত সরকার, শ্রেষ্ঠ ইন্সপেক্টর হিসেবে গাইবান্ধা জেলার পলাশবাড়ি থানার ওসি মজিবুর রহমান, গাইবান্ধা জেলার গোবিন্দগজ্ঞ পৌর মেয়র হত্যাকান্ডের রহস্য উন্মোচন আসামীদের গ্রেফতার করার জন্য গোবিন্দগজ্ঞ থানার এসআই কল্যান কুমার চক্রবর্তীকে শ্রেষ্ঠ তদন্তকারী পুলিশ কর্মকর্তা, চৌকস এসআই হিসেবে রংপুর কোতয়ালী থানার মনোয়ার হোসেন, শ্রেষ্ঠ উদ্ধারকারী হিসেবে লালমনিরহাট গোয়েন্দা শাখার এসআই  মিজানুর রহমান, শ্রেষ্ঠ কমিউনিটি পুলিশিং কর্মকর্তা রংপুরের পীরগজ্ঞ থানার এসআই গোকুল চন্দ্র বর্ম্মন, শ্রেষ্ঠ ট্রাফিক অফিসার হিসেবে লালমনিরহাট সদর ট্রাফিক সার্জেন্ট মজ্ঞুর হোসেন এবং চৌকস এসআই হিসেবে কুড়িগ্রাম জেলার উলিপুর থানায় কর্মরত মতিউর রহমান।
এ সময় রংপুর বিভাগের ৮ জেলার পুলিশ সুপার ছাড়াও পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

পুরোনো সংবাদ

রংপুর 645808869190360650

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item