ডোমারে গৃহবধুকে ধর্ষনের চেষ্টা গণধোলাইয়ের শিকার ,ধর্ষক পলাতক।

আনিছুর রহমান মানিক, ডোমার(নীলফামারী)প্রতিনিধিঃ-

নীলফামারীর ডোমারে এক গৃহবধুকে ধর্ষনের চেষ্টা, গণধোলাইয়ের শিকার, ধর্ষক ফরহাদ এখন পলাতক। এনিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনাটি ঘটেছে  উপজেলার বোড়াগাড়ী ইউনিয়নের নিমোজখানা হরতকীতলা গ্রামে। সরেজমিনে জানাযায়, গত ২৬অক্টোবর সোমবার রাতে হরতকীতলা সরকারী প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন পাড়া গ্রামের সাবেক শিক্ষক জসিয়ার রহমানের লম্পট ছেলে ফরহাদ হোসেন(২৫) প্রতিবেশী এক দিনমুজুুের স্ত্রী ২সন্তানের জননীর উপর ললুভ দৃষ্টি পড়ে। ঘটনার দিন নিমোজ খানায় লটারীর ড্র চলছে মহিলাটির বাড়ী ফাকা ভেবে সেই সুযোগ তার ঘড়ে ঢুকে মুখচেপে ভয় দেখীয়ে ধর্ষনের চেষ্টা চালায়। তার চিৎকারে এলাকাবাসী এসে লম্পট ফরহাদকে আটক করে রশিদিয়ে বেঁধে রাখে এবং গণধোলাই দেয়। প্রায় ৩০ মিনিট পর ফরহাদের বাড়ীর লোকজন দিপু সহ অনেকে এসে বিচারের আস্বাস দিয়ে লম্পট ফরহাদকে উদ্ধার করে নিয়ে যায়। পরদিন হতে বিষয়টি নিয়ে তারা টালবাহানা শুরু করে। চেয়ারম্যান মেম্বারদের কাছে ধর্ণা দিয়ে দির্ঘ ৫দিন অতিবাহিত হওয়ার পরেও কোন প্রকার বিচার না পেয়ে দিশেহারা মহিলাটির পরিবার। এলাকার মমিনুরের স্ত্রী বেগম জানান, ফরহাদ প্রায় মহিলাটিকে কু-প্রস্তাব দেয় সে তার প্রস্তাবে রাজী না হওয়ায় কয়েকদিন পূর্বে মহিলাটি মাঠে ঘাস কাটতে গেলে দা হাতে নিয়ে ফরহাদ তাকে ধাওয়া করে। সে অন্যের বাড়ীতে লুকিয়ে রক্ষা পায়। এলাকাবাসী আরো জানান, ফরহাদের চরিত্রটাই এমন সে এলাকায় লম্পট নামে পরিচিত এর আগেও অনেক কয়েকবার এধরনের ঘটনা ঘটিয়েছে এবং স্থানীয় ভাবে বিচার শালিসও হয়েছে। এবিষয়ে ফরহাদ মুঠো ফোনে জানান, ঘটনাটি সাজানো তাদের কাছে আমি লটারীর টিকিটের টাকা পাবো তা আনতে গিয়েছিলাম, তারা আমাকে জোর করে তাদের ঘড়ে নিয়ে আটকে রাখে। মহিলাটির স্বামী বলেন, বিচার না পেলে আদালতের আশ্রয় নিবে তারা। লম্পট ফরহাদের দৃষ্টান্ত মূলক শাস্তির জোর দাবী জানিয়েছেন মহিলাটির পরিবার।

পুরোনো সংবাদ

নীলফামারী 7143024587943534279

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item