ডোমারে নিম্নমানের সামগ্রী দিয়ে চলছে মির্জাগঞ্জ কলেজ ভবনের নির্মান কাজ।

আনিছুর রহমান মানিক,ডোমার(নীলফামারী)প্রতিনিধিঃ-

নীলফামারীর ডোমারে নিম্নমানের নির্মান সমগ্রী দিয়ে চলছে মির্জাগঞ্জ কলেজ ভবনের নির্মান কাজ। সংশ্লিষ্ট সংস্থার তদারকি নিয়ে জনমনে নানা প্রশ্ন দেখা দিয়েছে। সরেজমিনে যানাযায়, উপজেলার জোড়াবাড়ী ইউনিয়নের মির্জাগঞ্জ মহাবিদ্যালয়ের ত্রিতল ভবনের ছাদ ঠালাই কাজে ব্যাপক অনিয়ম। সিডিউল মতে ১ঃ৪ঃ২ এর  মাত্রায় আর সিসি ঢালাইয়ের কথা থাকলেও ঠিকাদার তা মানছে না বলে এলাকাবসীর অভিযোগ। এলাকাবাসী বুলু জানায়, ত্রিতল ভবনের মতো এমন ঝুকিপূর্ণ কাজে কর্তৃপরে সরাসরি কোন নজনদারী নেই। কাজ চলছে সাইট ম্যানেজার মোবারক হোসেনের ইচ্ছামাফিক। এসকল কাজ অল্প দিনে নষ্ট হয়ে বড় ধরনের দূর্ঘটনা ঘটতে পারে তারা আশংকা করছে। পুরাতন খোয়া  দিয়ে দিব্যি কাজ চলছে। কলেজ কর্তৃপক্ষ দেখেও না দেখার ভান করছে। কাজ চলছে নিম্ন মানের নির্মান সামগ্রী দিয়ে তবুও কর্তৃপ বলছে সব ঠিক আছে, অনিয়ম হলে দেখব বলে শান্তনার বাণী শুনিয়ে যাচ্ছে। এ নিয়ে এলাকায় ব্যাপক ােভেরও সঞ্চার হয়েছে। এসকল অনিয়ম দেখে একপর্যায়ে কাজ বন্ধ করে দেয় এলাকাবসী। মান যাচাইয়ের জন্য ঠিকাদার প্রতিষ্ঠানের কাছে সিডিউল দেখতে চেয়ে ও পায়নি বলে অনেকে জানিয়েছেন। এলাকার মিন্টু মিয়া অভিযোগ করে বলেন, পুরাতন ইট ও খোয়া দিয়ে পিলার ঢালাইয়ের কাজ হচ্ছে এতেই বোঝা যায় কাজের মানের অবস্থা কি? তার মধ্যে শতভাগ ভাঙ্গা থ্রি/ফোর সাইজের ডাউন গ্রেড খোয়ার স্থলে ব্যাবহার হচ্ছে বড় সাইজের খোয়া। সেখানে ছাদ ঢালাইয়ের সময় নীলফামারী সহকারী প্রকৌশল খোরশেদ আলম ও আবুল মনছুরকে পাওয়া গেলেও ঢালাইয়ের সময় তারা অনেকটাই নিরব দর্শকের ভূমিকায়। ঢালাইয়ের সামগ্রী মিশ্রন হচ্ছে অপরিচ্ছন্ন পরিবেশে। প্রতিটি বহুতল ভবনের আর সিসি ঢালাইয়ের েেত্র সাইডে সিলিন্ডা টেষ্টের রিপোর্ট, নির্মান সামগ্রী টেষ্টের রিপোর্ট সংরনের নিয়ম থাকলেও সাইডে গিয়ে তা পাওয়া যায়নি। ৩.একের প্রমোশন থাকলেও ৫ থেকে ৬একের চলছে। এলাকাবাসী আরো অভিযোগ করেন, দলীয় নেতার পাশাপাশী কলেজের অধ্য আনোয়ার হামিদ ম্যানেজিং কমিটির আজিজ মেম্বার, মফিজুল মেম্বার ও তাজ উদ্দিন ঠিকাদারের কাজ থেকে মোটা অংকের অর্থ নিয়ে দেখেও না দেখার ভান করে নিরবতা পালন করছে, এবং তাদের পইে সাফাই গাইছে। শিক্ষা মন্ত্রনালয়ের বরাদ্ধ কৃত ১ কোটি ২৭ লক্ষ টাকা ব্যায়ে ফ্যাসিলিটিস ডিপাটমেন্টের অধিনে চলছে ভবনের কাজটি। এলাকাবাসী কর্তৃপরে নজরদারীর মাধ্যমে যথাযথ ভাবে কাজ সম্পর্ণের জোর দাবী জানিয়েছেন।

পুরোনো সংবাদ

নীলফামারী 1972896157288049660

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item