ডিমলায় মরা মুরগী জবাই করে বিক্রির অভিযোগে ৩জন আটক।

জাহাঙ্গীর আলম রেজা,ডিমলা,নীলফামারী প্রতিনিধিঃ

নীলফামারীর ডিমলায় সোমবার সন্ধায় খগাখড়িবাড়ী ইউনিয়নের খগারহাটে মরা মুরগী জবাই করে বিক্রির অভিযোগে ৩জনকে আটক করা হয়।থানা সূত্রে জানা যায়, সোমবার সন্ধায় খগাখড়িবাড়ী ইউনিয়নের খগারহাটে ব্রয়লার মুরগীর ৩ জন খুচরা বিক্রেতা খগাখড়িবাড়ী ইউনিয়নের বন্দর খড়িবাড়ী গ্রামের আব্দুল কাইয়ুমের পুত্র বরিউল ইসলাম (৩৫),  রাজু মামুদের পুত্র শাহাজান আলম (২০) ও বালাপাড়া ইউনিয়নের উত্তর সুন্দরখাতা গ্রামের মৃত্যু পানিয়াল মামুদের পুত্র মহিকুল ইসলাম (২২) ৫টি মরা বয়লার মুরগি বিক্রির উদ্দেশ্যে জবাই করে।গোপন সংবাদের ভিত্তিতে ডিমলা থানার সাব-ইন্সেপেক্টর শাহাবুদ্দিন অভিযান চালিয়ে উক্ত ৩জনকে আটক করে।রাতে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারী ভূমি কর্মকর্তা মিলটন চন্দ্র রায় আটককৃতদের ৫ হাজার টাকা জরিমানা করেন। ডিমলা থানার সাব-ইন্সেপেক্টর শাহাবুদ্দিন জানায়, আটককৃতরা ভ্রাম্যমান আদালতের জরিমানার টাকা প্রদান করে ও ভবিষ্যতে বাজারে মরা মুরগী বিক্রি করবে না মর্মে অঙ্গিকার করার কারনে ছেড়ে দেয়া হয়েছে।ঘটনার সূত্র ধরে অনুসন্ধানে জানা যায়,সোমবার সকালে উক্ত খুচরা ব্যবসায়ীরা ডিমলা পোষ্ট অফিস মোড়ের পাইকারী ব্যবসায়ী মোঃ দুলাল মিয়া এবং বি,এন,পি অফিসের পাশের পাইকারী ব্যবসায়ী  আব্দুর রশীদের কাছ থেকে মোট ৪০ টি মরা মুরগী বস্তায় ভরে খগারহাটে নিয়ে যায়। সন্ধায় সেখান থেকে ৫ টি মুরগী জবাই করে বিক্রির সময় গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ তাদের আটক করে।ঘটনার সত্যতা নিশ্চিত করে জেলা বিশেষ শাখা হতে ডিমলায় কর্মরত পুলিশের ডি,এস,বি, মশিউর রহমান জানান,পাইকারী ব্যবসায়ীরা তার কাছে ১২ টি মরা মুরগীর বিক্রির কথা  স্বীকার করেছে।

পুরোনো সংবাদ

নীলফামারী 7756654316628087842

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item