ডিমলায় অবৈধ পাথর উত্তোলনকারীদের প্রহারে সাংবাদিক হাসপাতালে

জাহাঙ্গীর আলম রেজা,ডিমলা (নীলফামারী) প্রতিনিধিঃ

নীলফামারীর ডিমলায় শুক্রবার সন্ধ্যায় তিস্তা নদীতে অবৈধ পাথর উত্তোলনকারীদের হাতে সাংবাদিক লাঞ্চিত হয়েছে। আহত অবস্থান উক্ত সাংবাদিককে উদ্ধার করে ডিমলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। সাপ্তাহিক আজকের জলকথা পত্রিকার ডিমলা প্রতিনিধি আব্দুল করিম যাদুকে লাঞ্চিত করে টাকা ও ক্যামেরা ছিনিয়ে নিয়েছে অবৈধ পাথর উত্তোলনকারীরা। এ ঘটনায় উক্ত সাংবাদিক ২জন নামীয় ও অজ্ঞাত ৫/৬জন বিরুদ্ধে ডিমলা থানায় অভিযোগ করেছে। উক্ত ঘটনায় সাংবাদিকদের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। ডিমলা প্রেস কাবের জরুরী সভায় উক্ত ঘটনায় তীব্র নিন্দার পাশাপাশি আসামীদের গ্রেফতারের দাবী করা হয়েছে।
আব্দুল করিম যাদু জানায়, টেপাখড়িবাড়ী  ইউনিয়নের দক্ষিন খড়িবাড়ী গ্রামের রমজান আলীর পুত্র রাহাত আলী (৩০) দীর্ঘদিন থেকে তিস্তা নদীতে অবৈধভাবে বোমা মেশিন বসিয়ে পাথর উত্তোলন করে আসছে। গত ১০ অক্টোবর ডিমলা থানার পুলিশ অভিযান চালিয়ে টেপাখড়িবাড়ী  ইউনিয়নের দূর্গম চর থেকে অবৈধভাবে পাথর উত্তোলনের সরঞ্জামাদী রাহাত আলীর নিকট থেকে উদ্ধার করে নিয়ে আসে। পুলিশ উক্ত মালমাল উদ্ধার করায় রাহাত আলী ক্ষিপ্ত হয়ে উঠে। শুক্রবার বিকাল ৫ঘটিকার সময় সুটিবাড়ী বাজারে যাওয়ার সময় সাইদুলের দোকানের সামনে পৌছলে রাহাত আলী, ময়েন কবীরসহ অজ্ঞাত ৫/৬জন  উক্ত সাংবাদিকের পথরোধ করে দাড়ায়। এ সময় বিবাদীগন আব্দুল করিম যাদুকে এলোপাথারী কিলঘুষি ও লাথি মেরে শরীরের বিভিন্ন স্থানে ফুলা জখম করেন। তাকে হত্যার উদ্দেশে গলা চেপে ধরেন। রাহাত আলী উক্ত সাংাদিককের সার্টের পকেটে থাকা ৫হাজার ৩শ ৫০টাকা ও  ময়েন কবীর সাংবাদিকতার কজে ব্যবহ্নত সনি ক্যামেরা বের করে নেয়। এলাকাবাসী যাদুকে উদ্ধার করে ডিমলা হাসপাতালে ভর্তি করেন। ডিমলা প্রেস কাব উক্ত ঘটনার নিন্দার পাশাপাশি দ্রুত আসামীদের গ্রেফতাবের দাবী করে। রাতে ডিমলা প্রেস কাবে জরুরী সভা ডেকে এ ঘটনায় তীব্র নিন্দা জানানো হয়। ডিমলা থানার অফিসার ইনচার্জ রহুল আমিন খানের সাথে রাতে সাংবাদিকরা দেখা করে দ্রুত ব্যবস্থা গ্রহন করতে বলেন। ডিমলা থানার ওসি রহুল আমিন খান দ্রুত আসামীকে গ্রেফতারের প্রতিশ্রুতি প্রদান করেন। ডিমলা উপজেলা নিবাহী কর্মকর্তা রেজাউল করিম বলেন, উক্ত ঘটনায় মামলার পাশাপাশি অবৈধ পাথর উত্তোলনকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

পুরোনো সংবাদ

নীলফামারী 2858429475183123682

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item