নীলফামারীতে ৩৪৬৩টি মসজিদে একই নিয়মে তারাবির নামাজ অনুষ্ঠিত হবে

আবু ফাত্তাহ্ কামাল (পাখি),স্টাফ রিপোর্টারঃ
মাহে রমজানের প্রথম ছয়দিন দেড় পাড়া করে ৯ পাড়া এবং পরের ২১দিনে এক পাড়া করে ২১পাড়া কোরআনের আয়াতের মাধ্যমে তারাবির নামাজ অনুষ্ঠিত হবে নীলফামারী জেলার ৩৪৬৩টি মসজিদে। বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশনের সিদ্ধান্ত মতে সারাদেশের মত নীলফামারী জেলায়ও এই নিদের্শনা দেয়া হয়েছে মসজিদ গুলোর হাফেজগনকে। 
সংশ্লিষ্ঠ সুত্র জানায়, নীলফামারী জেলার ৩৪৬৩টি অফিসের মধ্যে নীলফামারী সদরে উপজেলায় ৮৩৩টি, সৈয়দপুরে ৩৭০টি, ডোমারে ৪৭৫টি, জলঢাকায় ৬৭৬টি, ডিমলায় ৫৫৬টি এবং কিশোরউগঞ্জ উপজেলায় ৫৫৩টি মসজিদ রয়েছে।
নীলফামারী বড় মসজিদের খতিব  আলহাজ্ব মওলানা আশরাফুল আলম বলেন, মসজিদগুলোয় কোরআনের আয়াতের পাড়ায় একই নিয়মে তারাবির নামাজ আদায় হলে মুসল্লিরা উপকৃত হবেন। নির্দিষ্ট কোন মসজিদে তারাবির নামাজ আদায় করতে না পারলেও যে কোন মসজিদে তারাবির নামাজ আদায় করলে তার  পবিত্র কুরআনের আয়াত বাদ পড়বেনা। 
বিষয়টি নিশ্চিত করে ইসলামিক ফাউন্ডেশন নীলফামারী কার্যালয়ের উপ-পরিচালক মোহাঃ সাইদুর রহমান সাইদ ।# 

পুরোনো সংবাদ

নীলফামারী 2796828235457528161

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item