রংপুরে নাশকতার পরিকল্পনায় প্রস্তুতির লক্ষে গোপন বৈঠক থেকে রংপুর সদরের জামায়াতের সেক্রেটারী গণি সহ ৪ নেতাকর্মী গ্রেফতার

হাজী মারুফ, রংপুর ব্যুরোঃ
রংপুরের সদর উপজেলার পাগলাপীর এলাকা থেকে নাশকতার পরিকল্পনার প্রস্তুতির ল্েয গোপন বৈঠক করার সময় জামায়াতের সদর উপজেলার সেক্রেটারী গণিসহ চার নেতাকর্মীকে গ্রেফতার করেছে কোতয়ালী থানা পুলিশ। শুক্রবার রাতে পাগলাপীরের  গোকুলপুর এলাকা হতে তাদেরকে গ্রেফতার করা হয়।

কোতয়ালী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানী জানান, গোপন সংবাদের ভিত্তিতে থানার সঙ্গীয় ফোর্সসহ রাত ৯ টার দিকে ওই এলাকার মোজাফ্ফর হোসেনের ছেলে হারুন অর রশীদ ফুলু (৩৬) নামে  এক জামায়াত  সমর্থকের বাড়িতে অভিযান চালায়। অভিযানে ফুলুসহ আরও তিন জনকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারকৃত অন্যরা হলেন, একই এলাকার মোতালেব উদ্দিনে ছেলে ও সদর উপজেলা জামায়াতের সেক্রেটারী আব্দুল গণি(৪৩), চন্দনপাট ইউনিয়নের মোজাম্মেল হকের ছেলে জামায়াত সমর্থক আবু রায়হান (৩২) এবং মৃত ইয়াকুব আলীর ছেলে মোসলেম উদ্দিন (৫২)। 
ওসি আরও জানান, গ্রেফতারকৃতরা নাশকতার পরিকল্পনা করছিল। তাদের বিরুদ্ধে থানায় নাশকতার একাধিক মামলা রয়েছে। সদর উপজেলা সেক্রেটারী আব্দুল গণির গ্রেফতারে রংপুর জেলা আমরা মুক্তিযোদ্ধার সন্তান কমিটির নেতৃবৃন্দ রংপুর শহরে একটি আনন্দ মিছিল বের করে। মিছিল শেষে জিএলরায় রোড দৈনিক যুগের আলো, দৈনিক প্রথম খবর, সিটি প্রেসকাবের সামনে মিষ্টি বিতরণ করে। নেতৃবৃন্দরা বলেন, দ্রুত মমিনপুর ইউনিয়নের জামায়াতের সভাপতি ডাঃ মনিরুজ্জামান মনির গ্রেফতার দাবি জানান।

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item