অনলাইনের মাধ্যমে সহজে কর প্ররিশোধ করতে পারে রংপুরে করদাতা উদ্বদ্ধ করণ বিষয়ক সেমিনারে.. প্রতিমন্ত্রী রাঙ্গা

ব্যুরো প্রধান হাজী মারুফ রংপুর অফিস.
একটি দেশ উন্নয়নশীল করতে এবং রাষ্ট্র পরিচালনা করতে হলে তা অর্থের প্রয়োজন অর্থ না হলে কোন কিছু উন্নয়ন করা সম্ভব হবে না পৃথিবীর সকল দেশে ব্যবসায়ীদের পরিচালিত প্রতিষ্ঠান, কলকারখানা থেকে সরকার কর নির্ধারন করে দিয়ে সেই করের অর্থ দ্বারা দেশের উন্নয়ন হয়ে থাকে দেশকে উন্নয়নের দারপ্রান্তে নিতে নিয়মিত কর প্ররিশোধ করে উন্নয়নশীল দেশ হিসেবে বিশ্বের কাছে পরিচত লাভ করাই। বর্তমান সরকার ডিজিটালের মাধ্যমে  ভ্যাট এখন নতুন সাজে স¤পূর্ণ অনলাইনের মাধ্যমে সহজে কর প্ররিশোধ করতে পারেন তাই আসুন আমরা নিজেরাই কর পরিশোধ করি অন্যকে উৎসাহীত করি।
কাস্টমস শুল্ক ও ভ্যাট কমিশনের আয়োজনে গতকাল সোমবার রংপুর জেলা পরিষদ কমিউনিটি সেন্টারে মূল্য সংযোজন কর ও সম্পুরক শুল্ক আইন ২০১২ করদাতা উ্দ্বদ্ধ করণ বিষয়ক এক সেমিনার অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্থানীয় সরকার পলী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী আলহাজ্ব মসিউর রহমান রাঙ্গা এম পি এ কথা বলেন। রংপুর কাস্টমস শুল্ক ও ভ্যাট কমিশন মোঃ মজিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন রংপুর প্রাইম মেডিকেল কলেজ হাসপাতালের চেয়ারম্যান ডাঃ আক্কাস আলী সরকার, রংপুর চেম্বার অব কর্মাসের প্রেসিডেন্ট মোস্তফা সোহরাব চৌধুরী, রংপুর অঞ্চলের কর কমিশনার অনিমেষ রায়, সমবায় ব্যাংকের পরিচালক মোস্তফা সেলিম বেঙ্গল, কারমাইকেল কলেজের সাবেক ভিপি মোঃ আলাউদ্দিন প্রমুখ।। এই কর্মশালায় ২০১২ইং আইন করদাতা উদ্বদ্ধ করণে ২০টি বিষয় করদাতাদের নতুল মূল্য সংযোজন কর মূসক আইনি  সুবিধাসমূহ নিয়ে বিস্তারিত আলোকপাত করা হয়।

পুরোনো সংবাদ

রংপুর 7684765982202182961

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item