পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দর পরিদর্শনে ভারতীয় সহকারি হাই কমিশনার সন্দীপ মিত্র

মোঃ মোজাহারুল আলম জিন্নাহ্ রানা,জেলা প্রতিনিধি,পঞ্চগড়ঃ
বাংলাদেশে নিযুক্ত ভারতের সহকারী হাই কমিশনার সন্দীপ মিত্র বলেছেন, শিঘ্রই পঞ্চগড়ের তেঁতুলিয়া বাংলাবান্ধায় ইমিগ্রেশন সুবিধা চালু হবে। ইতোমধ্যে ভারত, নেপাল ও ভুটানের রাস্ট্রদূতরা বাংলাবান্ধা স্থলবন্দর পরিদর্শন করে রিপোর্ট দাখিল করেছে। আমি শুনেছি খুব তাড়াতাড়ি বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে মানুষের যাতায়াতের ব্যবস্থা চালু হবে। এতে করে উভয় দেশের মধ্যে আমদানি ও রফতানির পরিমান আরো বেড়ে যাবে। তিনি মঙ্গলবার সকালে বাংলাবান্ধা স্থলবন্দর পরিদর্শনকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।
এসময় তেঁতুলিয়া উপজেলা চেয়ারম্যান রেজাউল করিম শাহীন, আমদানী ও রফতানিকারক এসোসিয়েশনের সভাপতি মেহেদি হাসান খাঁন বাবলা, সিএন্ডএফ এসোসিয়েশনের সভাপতি রেজাউল করিম রেজা, বাংলাবান্ধা স্থলবন্দর কর্তৃপক্ষের ম্যানেজার কাজী আল তারেকসহ স্থলবন্দর বন্দর কর্তৃপক্ষ, স্থানীয় প্রশাসন, কাস্টমস, বিজিবি, আমদানী-রপ্তানীকারক, সিএন্ডএফ এজেন্ট ও জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item