ডোমারে ২ দিন ব্যাপী মহানাম যজ্ঞানুষ্ঠান।

আনিছুর রহমান মানিক,ডোমার(নীলফামারী)প্রতিনিধি>>
নীলফামারী ডোমারে বিশ্ব শান্তি কল্পে কলিযুগের জীবের মুক্তি কামনায় ৭ম তম ১৬ প্রহর ব্যাপী তারকব্র মহানাম যজ্ঞানুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। উপজেলার ডোমার সদর ইউনিয়নের ছোট রাউতা শ্রীশ্রী রাঁধা গোবিন্দের মন্দিরে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ২৪ মে সোমবার ভোররাত্রী থেকে তুলসি আরতি,নগর পরিক্রমা,শুভ অধিবাস ও মঙ্গলঘট স্থাপন ও ভাগবত গীতা পাঠের মধ্যদিয়ে মহানাম যজ্ঞানুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষনা করা হয়। পরিচালনা কমিটির সভাপতি বাবু শুনিল চন্দ্র দাসের সভপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মাওলানা আব্দুল হাকিম। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাবু রামনিবাস আগারওযালা,বাবু প্রদিপ কুমার আগারওয়া,সাবেক ছাত্রনেতা রায়হানুল হক ইউসুফ।
আমন্ত্রিত অতিথি সাংবাদিক আনিছুর রহমান মানিক,রবিউল হক রতন প্রমূখ। অন্যান্যদের মাঝে আরো উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক বাবু মিন্টু চন্দ্র দাস,সহ-সম্পাদক শুশেন চন্দ্র দাস,রঞ্জিত দাস,খিতিশ দাস,জিতেন দাস,কৃষ্ণ দাস প্রমূখ। এতে দেশের বিভিন্ন এলাকার ৬টি দল মহানাম পরিবেশন করেন। তাদের মধ্যে ভাগ্য লী সম্প্রদায় চট্টগ্রাম,ভক্ত প্রহল্লাদ সম্প্রদায় বিঃবাড়ীয়া,মা সারদা সম্প্রদায়(মহিলা)সিরাজগঞ্জ,গৌর নিত্যানন্দ সম্প্রদায় পঞ্চগড়,অষ্টসখী সম্প্রদায়(মহিলা)সিলেট,স্বাগতিক দল ডোমার। নামসুধা দেখতে  পার্শবতী উপজেলা দেবীগঞ্জ,ডিমলা,জলঢাকা থেকে আসা হাজারো ভক্তের ঢল নামে,যেনো মন্দির প্রাঙ্গন হিন্দু সম্প্রদায়ের  মিলন মেলায় পরিনত  হয়েছে। এদের মধ্যে নারী ভক্তদের উস্থিতি ছিল চোখে পড়ার মতো। দির্ঘ ১৫বছর যাবত এই মন্দিরে যজ্ঞানুষ্ঠান,কির্ত্তন,হিন্দু ধর্ম সভা সহ দূর্গো উৎসব পরিচালনা করে আসছি,শুধুমাত্র আর্ধিক অসশ্চলতা ও পৃষ্টপোষকতার অভাবে এধরণের অনুষ্ঠান করতে আমাদের ভিষনভাবে হিমসিম খেতে হচ্ছে। বিগত ২০ বছর পূর্বে সাবেক সদর ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব মনছুরুল ইসলাম দানু তার নিজস্ব অর্থায়নে মন্দির ঘড়টি নির্মান করে দেয় সেইথেকে অদ্যবদি কারো সহযোগিতা না পাওয়ায় অবহেলিত অবস্থায় মন্দিরটি পড়ে আছে। এলাকার জনপ্রতিনিধি বা সরকারী ভাবে,কোনো প্রকার সাহায্য সহযোগীতা পেলে আগামীতে এর চেয়ে আরো বড় ধরণের অনুষ্ঠান করা সম্ভব বলে এলাকাবাসী আশা করেন।

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item